Home খেলার খবর করোনাভাইরাসে আক্রান্ত রোনালদিনিয়ো

করোনাভাইরাসে আক্রান্ত রোনালদিনিয়ো

by Imtiaz Ahmed

ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক ফরোয়ার্ড রোনালদিনিয়োর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।তবে তিনি ভালো আছেন এবং তার মধ্যে করোনার কোনো উপসর্গ নেই।

ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় রোববার নিজেই করোনাভাইরাসে আক্রান্তের খবরটি দেন বার্সেলোনার সাবেক এই তারকা ফুটবলার।

গতকাল থেকে আমি বেলো হরিজন্তেতে আছি। এখানে একটি ইভেন্টে অংশ নিতে এসেছিলাম। আমি করোনা পরীক্ষা করিয়েছি এবং পজিটিভ এসেছে। আমি ভালো আছি, করোনার উপসর্গ নেই।

দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে আশাবাদী ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী  তারকা।

ভয়েস টিভি /আইএ

You may also like