Home খেলার খবর রোনালদোর রেকর্ডে ভাগ মেসি-সুয়ারেসের

রোনালদোর রেকর্ডে ভাগ মেসি-সুয়ারেসের

by Shohag Ferdaus
মেসি

২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বে নিজ দলের হয়ে গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেস। আর গোলের মাধ্যমে দারুণ একটি রেকর্ডও স্পর্শ করেছেন সময়ের অন্যতম সেরা এই দুই ফুটবলার।

লাতিন আমেরিকা অঞ্চলের প্রতিযোগিতামূলক ম্যাচ তথা কোপা আমেরিকা ও বিশ্বকাপ বাছাইয়ের গোলের হিসাবে এতদিন সবার উপরে ছিল ব্রাজিল কিংবদন্তি রোনালদো। ৩৯টি গোল নিয়ে এত দিন রেকর্ডটি একাই দখলে রেখেছিলেন দুইবারের বিশ্বকাপজয়ী রোনালদো। এবার তার রেকর্ডে ভাগ বসিয়েছেন সময়ের সেরা এ দুই ফুটবলার।

৯ অক্টোবর শুক্রবার কাতার বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের মাঠে ইকুয়েডরের বিপক্ষে পেনাল্টি থেকে গোলের দেখা পান মেসি। এ গোলটিই আর্জেন্টিনাকে জয় এনে দেয়। আর গোলটির মাধ্যমে কনমেবল অঞ্চলে জাতীয় দলের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসির গোলসংখ্যা দাঁড়ায় ৩৯টি। অন্য অঞ্চলের প্রতিপক্ষ মিলিয়ে অবশ্য তার গোল ৭১টি।

শুক্রবার একই সময়ে মন্টিভিডিওতে অতিথি চিলিকে উরুগুয়ের ২-১ ব্যবধানে হারানোর ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করেন সুয়ারেস। এতে কনমেবল অঞ্চলের মধ্যে জাতীয় দলের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে এই স্ট্রাইকারেরও গোলসংখ্যা দাঁড়ায় ৭১টি। আন্তর্জাতিক ফুটবলে সব মিলিয়ে তার গোলসংখ্যা ১১৪টি।

আরও পড়ুন :মেসির গোলে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

আরও পড়ুন: ইংল্যান্ড-সুইডেনের জয়, বেলজিয়ামকে রুখে দিল আইভোরি কোস্ট

ভয়েস টিভি/এসএফ

You may also like