Home খেলার খবর রোনালদো-রামোসের ম্যাচে জেতেনি কেউ

রোনালদো-রামোসের ম্যাচে জেতেনি কেউ

by Shohag Ferdaus
রোনালদো

সংবাদমাধ্যমে গুঞ্জন উঠেছিল আগেই। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছিল তথ্যটি- ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর দীর্ঘদিনের সতীর্থ সার্জিও রামোসের সঙ্গে আর কথা হয়নি। কাল স্পেন-পর্তুগাল প্রীতি ম্যাচে তাই রোনালদো-রামোস পুনর্মিলনের আবহ ছিল। যদিও প্রতিদ্বন্দ্বী হওয়ায় তা আর পুনর্মিলন হয় না। তবে ম্যাচের ফল শেষ পর্যন্ত কাউকে হারতে দেয়নি। গোলশূন্য ড্র করেছে স্পেন-পর্তুগাল।

৭ অক্টোবর বুধবার পর্তুগাল আতিথ্য দেয় স্পেনকে। লিসবনে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে আধিপত্য ধরে রেখে খেলেছে স্পেন। তবে ক্রসবার বাধা হয়ে দাঁড়ায় তাদের সামনে। পরে সুযোগ তৈরি করেছে পর্তুগালও। তবে গোলের দেখা পায়নি কেউই।

এ ম্যাচে বড় আকর্ষণ ছিল ক্রিস্তিয়ানো রোনালদো ও সার্জিও রামোস দ্বৈরথ। রিয়াল মাদ্রিদে এক সময় সতীর্থ ছিলেন তারা। একসঙ্গে জিতেছেন অনেক শিরোপা। এদিন দুজনই খেলেছেন। তবে মাঠে তাদের মুখোমুখি দেখা হয়নি।

দুজনের কেউই আসলে পুরো ৯০ মিনিট খেলেননি। রোনালদো প্রথম একাদশেই নেমেছিলেন। ৭৩ মিনিটে তাকে তুলে নেন কোচ। অন্যদিকে রামোস মাঠে নামেন রোনালদো মাঠ ছাড়ার ৯ মিনিট পর। ৮২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামের রামোস।

প্রথমার্ধে দাপট দেখিয়েছে স্পেন। খেলা শুরুর ১৭ মিনিটের মধ্যে তিনটি সেভ করেছেন পর্তুগাল গোলরক্ষক রুই প্যাত্রিসিও। এর মধ্যে দ্বিতীয় মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার জেরার্দ মোরেনোর গোলের প্রচেষ্টা নজরকাড়া দক্ষতায় রুখে দেন প্যাত্রিসিও। প্রথম ৪০ মিনিটের মধ্যে স্পেনের বক্সে মাত্র একবার বল পেয়েছেন রোনালদো। এ সময় গোটা পর্তুগাল দল মিলেও স্পেনের জাল তাক করে কোনো শট নিতে পারেনি। তবে যোগ করা সময়ে গোল পেতে পারত পর্তুগাল। রুবেন সেমেদোর হেড থেকে সহজ সুযোগ নষ্ট করেন হোয়াও ফেলিক্স।

প্রথমার্ধে পর্তুগিজ আক্রমণভাগের খেলা হতাশ করেছে সমর্থকদের। এ সময় স্প্যানিশ রক্ষণভাগের খোলসবন্দী হলেও ১৩বার বল পেয়েছিলেন সিলভা। কিন্তু তেমন কোনো সুযোগ সৃষ্টি করতে পারেননি। প্রথমার্ধ শেষে তাকে তুলে নিয়ে বের্নার্দো সিলভাকে মাঠে নামান পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্টোস। এরপর ধার বাড়ে পর্তুগিজ আক্রমণভাগের। কিন্তু গোলটা আর হয়নি। ক্রসবার বাধা হওয়ায় রোনালদোর পা থেকেও শেষমেষ গোলটা হতে হতেও আর হলো না।

সবশেষ দুই দল মুখোমুখি হয়েছিল ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে। উত্তেজনাপূর্ণ সেই ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছিল।

আরও পড়ুন: ফিফার কাছে দল বদলের আবেদন মেসির

ভয়েস টিভি/এসএফ

You may also like