Home সারাদেশ রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

by Shohag Ferdaus
রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে দুজন রোহিঙ্গা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের ক্যাম্পের ভেতরেই বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

৩ অক্টোবর শনিবার দিবাগত রাত ১২টা ও রোববার ভোর ৪টায় কুতুপালং ক্যাম্পে পৃথক সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কুতুপালং ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে।

নিহত দুজন হলেন- ইমাম শরীফ (৩৩) ও শামসুল আলম (৪৫)। তারা সাধারণ রোহিঙ্গা বলে জানা গেছে।

রোববার সকালে কুতুপালং ক্যাম্প-২ ইস্ট থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু দ্দৌজা।

তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি। তবে দুটি লাশ ক্যাম্পে পড়েছিল। পরে এগুলো উদ্ধার করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার পর জানানো হবে।

অন্যদিকে স্থানীয়রা জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপে এমন ঘটনা নতুন নয়। এ ধরনের ছোট বড় ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে বলে দাবি করছে স্থানীয়রা।

উখিয়া থানার ওসি আহমেদ সন্জুর মোর্শেদ জানান, একটি গ্রুপের লোকজন অন্য গ্রুপের লোকদের হত্যা করেছে। দুইটি লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানা যায়নি। লাশ মর্গে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে বল জানান তিনি।

উখিয়া থানার ওসি তদন্ত গাজী সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, জড়িতদের গ্রেপ্তারে র‌্যাব, পুলিশ ও আর্মড ব্যাটালিয়ান সদস্যরা অভিযান চালাচ্ছেন।

কুতুপালং ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাফেজ জালাল আহমেদ বলেন, ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like