Home সারাদেশ গাঁজাবাহী ট্রাক আটক করতে গিয়ে জীবন দিলেন র‌্যাব সদস্য

গাঁজাবাহী ট্রাক আটক করতে গিয়ে জীবন দিলেন র‌্যাব সদস্য

by Shohag Ferdaus
আত্মসমর্পণ

ময়মনসিংহের ভালুকায় গাঁজাবাহী ট্রাক আটক করতে গিয়ে ট্রাকচাপায় ইদ্রীস মোল্লা নামে এক র‌্যাব সদস্য নিহত হয়েছে।

১৪ ফেব্রুয়ারি রোববার সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিডস্টোর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১ এর পরিচালক লেফটেনেন্ট কর্নেল আশিক বিল্লাহ। তিনি বলেন, টঙ্গী থেকে মাওনা গাঁজার একটা চালান যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে গাজীপুরের পোড়াবাড়ি র‌্যাব-১ এর ক্যাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে গাঁজা বহনকারী ট্রাক থামানোর সংকেত দিলে চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় ট্রাকটিকে আটকের জন্য মোটরসাইকেল নিয়ে ইদ্রিস মোল্লা ও সিনিয়র ডিএডি গোলাম মোস্তফা ধাওয়া করে। পরে বাগেরবাজার পৌঁছানোর পরই ট্রাকের পিছন থেকে একটি গাঁজাভর্তি বস্তা ফেলে দেয়। এ সময় সিনিয়র ডিএডি গাঁজার বস্তাটি উদ্ধার করার জন্য মোটরসাইকেল থেকে নেমে পড়েন।

তবে, ইদ্রীস আলী ট্রাকটিকে ধাওয়া করতে থাকে। ট্রাকটি ভালুকার সীডস্টোর এলাকায় কোকাকোলা কোম্পানির সামনে পৌঁছে র‌্যাব সদস্য মোটরসাইকেল দিয়ে ট্রাকটির সামনে ব্যারিকেড দেন। এসময় ট্রাকচালক মোটরবাইকটিকে ধাক্কা দিলে ইদ্রীস আলী মোল্লা ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ বিষয়ে ভরাডোবা হাইওয়ে ফাড়ির ইনচার্জ জহির উদ্দিন মোহাম্মদ তৈমুর আলী বলেন, গাজাঁবাহী ট্রাকটি ভালুকা সীডস্টোর এলাকায় কোকাকোলা কোম্পানির সামনে পৌঁছালে র‌্যাব সদস্যের মোটরসাইকেলটিকে ট্রাকচালক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ইদ্রীস আলী মোল্লা।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like