Home বিশ্ব ফের লকডাউনে ফ্রান্স

ফের লকডাউনে ফ্রান্স

by Shohag Ferdaus
ফ্রান্স

করোনাভাইরাস সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় লকডাউনের ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আগামী নভেম্বরজুড়ে দেশটিতে লকডাউন থাকবে। নতুন এই সিদ্ধান্ত ৩০ অক্টোবর শুক্রবার থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ।

ম্যাক্রোঁ বলেন, নতুন এই বিধিনিষেধের অধীনে জনসাধারণ কেবল অতি প্রয়োজনীয় কাজ বা চিকিৎসা সংক্রান্ত বিষয়েই কেবল ঘরের বাইরে যেতে পারবে। রেস্টুরেন্ট, বারসহ কম প্রয়োজনীয় ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ও কারখানাগুলো খোলা রাখা হবে। তবে স্বাস্থ্যসেবাসহ জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবেন সাধারণ মানুষ।

টেলিভিশনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, ফ্রান্সে করোনার দ্বিতীয় ঢেউ আসার যে ঝুঁকি রয়েছে, তা প্রথমবারের তুলনায় অনেক বেশি বিপদজ্জনক বা কঠিন হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সংক্রমণ অস্বাভাবিকভাবে বাড়ছে। সরকারের দেয়া সব ধরনের বিধি নিষেধ মেনে চলতে ফরাসিদের অনুরোধ জানান ম্যাক্রোঁ।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৯টা পর্যন্ত ফ্রান্সে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ লাখ ৩৫ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৫ হাজার ৭০০ মানুষের।

শুধু ফ্রান্স নয়, ব্রিটেন, ইতালি, জার্মানিসহ ইউরোপের অধিকাংশ দেশে কভিড-১৯ এর সংক্রমণ আবার উঠতির দিকে।

অবস্থা সামাল দিতে জরুরি লকডাউন আরোপ করতে যাচ্ছে জার্মানি। তবে এই লকডাউন আগের চেয়ে কম কড়াকড়ি হবে। বিধিনিষেধের অধীনে রেস্টুরেন্ট, জিম ও থিয়েটারের মতো জনসমাগমস্থল বন্ধ থাকবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like