Home বিনোদন এবার লতা মঙ্গেশকরের বাড়ি লকডাউন

এবার লতা মঙ্গেশকরের বাড়ি লকডাউন

by Shohag Ferdaus
লকডাউন

করোনা আতঙ্কে এবার লকডাউন করা হলো ভারত রত্ন লতা মঙ্গেশকরের বাড়ি। ২৮ আগস্ট শনিবার বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে কর্মীরা গিয়ে লতা মঙ্গেশকরের বাড়ি লকডাউন করে দেন। গত কয়েকদিন লতা মঙ্গেশকরের বাড়ির আশপাশের কয়েকজন বাসিন্দা করোনায় আক্রান্ত হন। ফলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়।

তবে জানা গেছে, লতা মঙ্গেশকর নিজে ও তার পরিবারের সকলেই সুস্থ রয়েছেন। লতা মঙ্গেশকরের বাড়ি প্রভুকুঞ্জের কয়েকজন বাসিন্দা অসুস্থ হওয়ার পরেই তার বাড়ি লকডাউন করে দেয়া হয়।

শনিবার লতা মঙ্গেশকরের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, এই আবাসনে অনেক প্রবীণ ও বয়স্ক মানুষ রয়েছেন। এর মধ্যে কয়েকজন বাসিন্দা করোনা আক্রান্ত হন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই আবাসন লকডাউন করে দেয়া হয়েছে। গায়িকা ও তার পরিবারের সকলেই সুস্থ রয়েছেন। এই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আবাসনে গণেশ চতুর্থীও পালন করা হয়নি। প্রত্যেকে নিয়ম মেনে নিজের নিজের বাড়িতে তা পালন করেছেন।

গায়িকার পরিবারের পক্ষ থেকে এও জানানো হয়েছে, কোনো গুজবে যেন কেউ কান না দেন। প্রত্যেকে এখানে একে অপরের খেয়াল রাখেন।

দক্ষিণ মুম্বইয়ের চাম্বালার পেড্ডার রোডে প্রভুকুঞ্জে থাকেন ৯০ বছর বয়েসী সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।

ভয়েস টিভি/এসএফ

You may also like