Home রাজনীতি চাঁদপুরের লক্ষীপুর ইউপিতে নৌকার প্রার্থী সেলিম খান

চাঁদপুরের লক্ষীপুর ইউপিতে নৌকার প্রার্থী সেলিম খান

by Newsroom
লক্ষীপুর ইউপিতে

চাঁদপুরের ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. সেলিম খান।

৩০ জানুয়ারি শনিবার প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড  সেলিম খানকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করে। দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ২০১৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পান বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম খান। শেষ মুহূর্তে সীমানা জটিলতায় উচ্চ আদালতের আদেশে নির্বাচন স্থগিত হয়ে যায়।

মো. সেলিম খান জানান, ২০১১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে অংশ নিয়ে বিএনপির দাপুটে নেতা ও একাধিকবারের চেয়ারম্যানকে বিপুল ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া ২০০৩ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। প্রহসনের সেই নির্বাচনে আমি জয়ী হলেও রাতে তৎকালীন টিএনও অফিসে ফলাফল শিট পাল্টে আমাকে অল্প কিছু ভোটে পরাজিত দেখানো হয়।

এদিকে গত ১৯ জানুয়ারি মঙ্গলবার লক্ষীপুর মডেল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগের বর্ধিত সভায় ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা মো. সেলিম খানকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন করেন।

আগামী ২৮ ফেব্রুয়ারি এই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিলে মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি, প্রার্থিতা যাচাই বাছাই ৪ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি। এ ইউনিয়নে মোট ভোটার প্রায় ৩০ হাজার।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like