Home খেলার খবর টাইগারদের সফর নিয়ে লঙ্কান মন্ত্রীর টুইট

টাইগারদের সফর নিয়ে লঙ্কান মন্ত্রীর টুইট

by Newsroom
লঙ্কান মন্ত্রীর টুইট

শ্রীলঙ্কার মাটিতে গিয়ে তিন ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে জাতীয় দল ও হাইপারফরম্যান্স দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফসহ ৬৫ জনের বহর নিয়ে যেতে চায় বাংলাদেশ। সেখানে গিয়ে করোনা টেস্ট করে ৩ দিনের মাথায় অনুশীলনে নামার কথা হয় লঙ্কানদের সঙ্গে।

কিন্তু বিসিবিকে এসএলসি জানিয়েছে, সেখানে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে এবং ৩০ জনের বেশি যাওয়া যাবে না। এ ছাড়াও জুড়ে দিয়েছে আরও কিছু শর্ত।

এর পর নড়েচড়ে বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোয়ারেন্টিন বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রস্তাবে আমরা রাজি নই। তাদের শর্ত মেনে সে দেশে গিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয়।

বিসিবির কড়া জবাবের বিষয়টি নজরে পড়েছে শ্রীলঙ্কার যুব ও ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসের।

পরে এক টুইট বার্তায় লঙ্কান ক্রীড়া মন্ত্রী লিখেছেন, আমরা সবাই জানি যে কোভিড-১৯ মহামারি এখনও বিশ্বজুড়ে প্রবলভাবে বিরাজমান, এই অবস্থায় প্রতিরোধমূলক ব্যবস্থাই সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে। তবে এই অঞ্চলের ক্রিকেটের স্বার্থে আমি এসএলসিকে বলেছি কোভিড টাস্কফোর্সের সঙ্গে আলোচনা করে বিসিবির ব্যাপারটি পুনর্বিবেচনা করতে।

এই মাসের শেষ দিকে শ্রীলঙ্কায় যাওয়ার কথা বাংলাদেশ দলের। সেখানে এক মাস প্রস্তুতি নেওয়ার পর অক্টোবরের শেষ দিকে শুরু হওয়ার কথা তিন ম্যাচের টেস্ট সিরিজ।

শর্ত মেনে শ্রীলঙ্কার মাটিতে গিয়ে তিন ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে চায় না বাংলাদেশ। তাই বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কার এ ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ভয়েস টিভি/টিআর

You may also like