Home খেলার খবর ম্যাচ শুরুর আগে জানা গেল তিন লঙ্কান করোনায় আক্রান্ত

ম্যাচ শুরুর আগে জানা গেল তিন লঙ্কান করোনায় আক্রান্ত

by Shohag Ferdaus
আক্রান্ত

বাংলাদেশের বিপক্ষে আজই প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামবে শ্রীলঙ্কা। কিন্তু তার আগেই দুঃসংবাদ। করোনায় আক্রান্ত হয়েছেন বোলিং কোচ চামিন্ডা ভাসসহ আরও দুই ক্রিকেটার ইসুরু উদানা ও শিরান ফার্নান্দো।

সূত্র জানিয়েছ কাল রাতেই করোনা পরীক্ষায় পজিটিভ হন এ তিনজন। আজ আবার একটি পরীক্ষা করা হয়েছে। সেটির রিপোর্ট আসবে আজ রাতে। টিম হোটেলেই এই তিনজনকে আলাদা করে রাখা হয়েছে।

এদিকে, আজকের ম্যাচ খেলার জন্য এরই মধ্যে শ্রীলঙ্কান দল হোটেল থেকে মাঠের উদ্দেশে রওনা দিয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like