Home সারাদেশ ২৩ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল শুরু

২৩ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল শুরু

by Shohag Ferdaus

বৈরী আবহাওয়ার কারণে বুধবার সকাল থেকেই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। আবহাওয়া স্বাভাবিক হলে প্রায় ২৩ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

২৭ আগস্ট বৃহস্পতিবার সকাল ৮টার দিকে লঞ্চ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন লঞ্চ মালিক সমিতির ম্যানেজার পান্না লাল নন্দী।

তিনি বলেন, বুধবার সকাল ৯টা থেকে পদ্মা-যমুনা নদীতে প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কারণে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় পুনরায় এ দুই নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like