Home সারাদেশ লম্বা মানুষ সুবল আলী

লম্বা মানুষ সুবল আলী

by Newsroom

ভয়েস রিপোর্ট: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সুবল আলীই (২২)। এখন দেশের জীবিতদের মধ্যে সবচেয়ে লম্বা মানুষ। ৮ ফুট উচ্চতার এই যুবক শারীরিকভাবে অসুস্থ। ব্রেন টিউমারসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। কিন্ত সেই সামর্থ্য নেই তার পরিবারের। ফলে অর্থাভাবে তার চিকিৎসা করানো যাচ্ছে না।

২২ বছর বয়সেই সুবলের উচ্চতা ৮ ফুটে দাঁড়িয়েছে। তবে উচ্চতা বাড়ার সঙ্গে বেড়েছে তার নানা শারীরিক সমস্যাও। ব্রেন টিউমার ছাড়াও তার সারা শরীর ফোলা। ঠিক মতো চলাফেরা করতে পারেন না। লাঠিতে ভর দিয়ে চলাফেরা করেন। কৃষক বাবার আর্থিক সামর্থ্য না থাকায় ঠিক মতো চিকিৎসা করতে পারেননি সুবল। ছেলের উন্নত চিকিৎসায় সরকারকে সহায়তার অনুরোধ জানিয়েছেন সুবলের বাবা ইউনুস আলী ও মা পান্না খাতুন। সুবলের বাড়ি দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে।

১৩ বছর পর্যন্ত সুবলের উচ্চতা স্বাভাবিকভাবেই বাড়ছিল। এরপর গত ৯ বছরে সে অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। ২২ বছরে এখন তার উচ্চতা ৮ ফুট। নানা শারীরিক সমস্যার কারণে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ার পর আর স্কুলে যাওয়া হয়নি। শারীরিক সমস্যার সঙ্গে ব্রেন টিউমারও যুক্ত হয়েছে তার।

ইউনুস আলী বলেন, নিজের ও স্ত্রীর উচ্চতা স্বাভাবিক। দুই ভাই এক বোনের মধ্যে সুবল মেজো। অন্য ভাই বোনের কোনো সমস্যা নেই। তারা স্বাভাবিক। সুবল এতটাই লম্বা যে, লাঠি ভর দিয়ে ছাড়া চলাফেরা করতে পারে না। লম্বা হওয়ার কারণে তাকে দেখতে প্রতিদিন অনেক মানুষের ভিড় জমে বাড়িতে।

সরকারি রেকর্ডে অন্তর্ভুক্ত না থাকলেও কক্সবাজারের রামু উপজেলার প্রয়াত জিন্নাত আলীর পর সুবল আলীই এখন দেশের সবচেয়ে লম্বা মানুষ। সুবল জানান, তিনি লাঠি ভর দিয়ে ছাড়া বেশি সময় দাঁড়াতে পারেন না। চলাফেরা করেন লাঠিতে ভর দিয়ে। দিন দিন তার পা ফুলে যাচ্ছে। ব্রেন টিউমার ছাড়াও শরীরের নানা স্থানে ফোলা রোগ দেখা দিয়েছে।

সুবলের পরিবার জানায়, বেশি লম্বা হতে শুরু করলে তাকে রাজশাহীসহ বিভিন্ন স্থানে ডাক্তার দেখানো হয়। হরমনের সমস্যার কারণে সুবলের উচ্চতা দিন দিন বাড়ছে বলে চিকিৎসকরা তাদের জানিয়েছেন। তবে অর্থাভাবে উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি।

৮ ফুট ৩ ইঞ্চি উচ্চতা সম্পন্ন বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ কক্সবাজারের জিন্নাত আলী। সম্প্রতি তার মৃত্যুর পর সুবল আলীই এখন সবচেয়ে লম্বা মানুষ বলে মনে করছেন অনেকেই।

You may also like