মাত্র আট দিনেই শেষ হতে যাচ্ছে শামীম আহমেদ রনির ‘লাইভ’ চলচ্চিত্রের শুটিং। ২৯ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মাত্র ছয় দিনেই শেষ হয়েছে ছবির ৯০ শতাংশ শুটিং! বাকি ১০ শতাংশ দুই দিনে শেষ হবে বলে জানান অভিনেতা সাইমন সাদিক। শাপলা মিডিয়ার প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সাইমন, মাহিয়া মাহি ও আদর আজাদ।
এক দশকের ক্যারিয়ারে এই প্রথম মাত্র আট দিনে পুরো ছবির শুটিং শেষ করতে যাচ্ছেন সাইমন সাদিক। ছবির শুটিং নিয়ে তিনি বলেন, ‘এভাবে দিন-রাত টানা আগে কখনো কাজ করিনি। একটুও বিশ্রাম পাইনি। পরিচালকসহ পুরো ইউনিটের এমন প্রাণশক্তি অন্য কোথাও দেখিনি। শেষ পর্যন্ত আমরা (শিল্পীরা) ক্লান্ত হয়ে পড়েছি। বাধ্য হয়ে পরিচালক বিরতি দিয়েছেন।’
চলচ্চিত্রটির নায়িকা মাহিয়া মাহি বলেন, ‘ছবিটি নির্মাতার জন্য চ্যালেঞ্জ ছিল। তিনি প্রযোজককে কথা দিয়েছিলেন কম সময়ে ভালো একটি ছবি উপহার দেবেন। আমরাও তার চ্যালেঞ্জে শামিল হয়েছি।’
অল্পদিনে শুটিং শেষ হলেও ছবির গুণগত মানের সঙ্গে আপস করা হয়নি বলেও দাবি চলচ্চিত্রটির নায়ক সাইমনের। তিনি এ ব্যাপারে বলেন, ‘আট দিনে ছবির শুটিং শেষ বলে অনেকে মনে করবেন অনেক কিছুতে ছাড় দিতে হয়েছে, আসলে তা নয়। প্রতিটি ফ্রেম, লাইট ও দৃশ্যধারণ মনের মতো হওয়ার পরই ছেড়েছেন নির্মাতা।’
অভিনেত্রী আদর বলেন, ‘বড় পর্দায় আমার অভিজ্ঞতা খুব বেশিদিনের নয়। তবে এই ছবিটি করতে গিয়ে প্রতিটি মুহূর্তে বুঝতে পেরেছি চেষ্টা থাকলে অনেক কিছুই করা যায়। ইউনিটের সবার চেষ্টা ছিল বলেই এত কম সময়ে এমন কাজ করার সাধ্য হয়েছে।’
নির্মাতা শামীম আহমেদ রনি বলেন, ‘আমাদের শিডিউল ছিল ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আট দিনেই শুটিং শেষ হয়ে যেত। কিন্তু দেখলাম দিন-রাত কাজ করতে গিয়ে অনেকের চেহারায় ক্লান্তির ছাপ পড়ে যাচ্ছে। তাই বিরতি নিলাম। খুব শিগগির ইউনিটের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে বাকি দুই দিনের শুটিং শেষ করব।’
ভয়েস টিভি/এসএফ