পঞ্চগড়ের বোদা উপজেলায় জমি বিক্রি করে বাড়ি ফেরার পথে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ১০ ফেব্রুয়ারি বুধবার দুপুরে বোদা সদর ইউনিয়নের মন্নাপাড়া এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ডিবি ও পুলিশ মাঠে তৎপর রয়েছে। টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।
ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের পূর্ব শিকারপুর এলাকার রাশেদা বেগম (৫৫) নামে এক নারী পঞ্চগড় জেলার বোদা উপজেলার মহাজনপাড়া গ্রামের একেএম আরিফ সাফিদ এর কাছে ১১ বিঘা জমি বিক্রি করেন।
বুধবার দুপুরে বোদা সাব রেজিস্ট্রি কার্যালয়ে সেই জমি দলিল সম্পাদন হয়। এর আগেই তাদের মধ্যে জমি বিক্রির টাকা লেনদেন হলেও অবশিষ্ট পাওনা ১৫ লাখ টাকা দলিল সম্পাদনের পর ক্রেতার কাছে বুঝে নেন। পরে টাকা নিয়ে রাশেদা বেগম তাঁর ভাই ও ছেলেসহ একটি অটোরিকশায় বোদা থেকে বাড়ি ফিরছিলেন।
এ সময় বোদা সদর ইউনিয়নের মন্নাপাড়া এলাকায় পৌঁছলে চারটি মোটসাইকেলে আটজন ছিনতাইকারী পথ রোধ করে। দুজন ছিনতাইকারী অটোর কাছে গিয়ে পিস্তল ও ছুরি দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার সময় ছিনতাইকারীদের প্রত্যেকের মুখে মাস্ক ও মাথায় হেলমেট পর ছিল বলে দাবি ভুত্তভোগীদের।
অটো চালক ওয়াহিদুল ইসলাম বলেন, চারটি মোটরসাইকেল হঠাৎ সামনে এসে আমাদের গতিরোধ করে। এ সময় তারা দুটি পিস্তল বের করে ও একটি ছুরি বের করে যাত্রীদের কাছে টাকার ব্যাগ চায়। এসময় তারা চিৎকার করলে মেরে ফেলার হুমকি দেয়। পরে তারা চলে গেলে আমাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।
বোদা থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী জানান, ঘটনাটি শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিভিন্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করা হচ্ছে। ডিবি ও পুলিশ মাঠে তৎপর রয়েছে। টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।
ভয়েস টিভি/এমএইচ