Home বিশ্ব লাদাখ সংঘর্ষে ভারতীয় ২৩ সেনা নিহত ও গুরুতর আহত ১১০

লাদাখ সংঘর্ষে ভারতীয় ২৩ সেনা নিহত ও গুরুতর আহত ১১০

by Newsroom

ভয়েস রিপোর্ট: নিয়ন্ত্রণ রেখায় চীনের সঙ্গে সংঘর্ষে অন্তত ১১০ জন ভারতীয় সেনা গুরুতর আহত হয়েছে। এমন দাবি তুলেছে দিল্লি। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে ভারতীয় সেনাসূত্র জানায়, নিহত সেনার সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।এ ঘটনায় জরুরি বৈঠক করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গুরুত্বপূর্ণ মন্ত্রীরা।

ডয়চে ভেলের প্রতিবেদনে বলেছে, সোমবার গভীর রাতে লাদাখের উচু পর্বত গালওয়ান নদীর পূর্ব পার ধরে পেট্রোলিংয়ে বেরিয়েছিল ভারতীয় সেনার বিহার রেজিমেন্টের একটি পেট্রোলপার্টি। তাদের সঙ্গেই চীনা সেনাদের তীব্র সংঘাত হয়। প্রায় এক মাস ধরে এই অঞ্চলটি নিয়ে বিতর্ক চলছে।

ভারতের অভিযোগ, লাইন অফ কন্ট্রোল উপেক্ষা করে ভারতে ঢুকে পড়েছে চীনা সেনারা। বেইজিংয়ের পাল্টা অভিযোগও একই রকম। এ নিয়ে সীমান্তে ভারত এবং চীনের সেনারা কয়েকবার হাতাহাতিতে জড়িয়েছে। দুই পক্ষই সেনা এবং অস্ত্র মজুত করে সীমান্তের খুব কাছে। তারই জেরে গত সপ্তাহে দুই পক্ষের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকও হয়। তবে সোমবার রাতের ঘটনা সেই পুরো প্রক্রিয়াটাতেই জল ঢেলে দিয়েছে।

জানা যায়, প্রায় আট ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে লড়াই চলে। পরে দুই পক্ষের সেনাই ছত্রভঙ্গ হয়ে যায়। ভারতের অভিযোগ, চীন বেশ কিছু ভারতীয় সেনাকে আটক করে নিজেদের ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তাদের ওপর অত্যাচার চালানো হয়। মঙ্গলবার সকালে দুই পক্ষ বৈঠকে বসলে তাদের ছেড়ে দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে প্রথম সংঘাতের কথা স্বীকার করে বিবৃতি প্রকাশ করেছিল ভারতীয় সেনা। গভীর রাতে তারা নতুন বিবৃতি প্রকাশ করে। তাতে বলা হয়, অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। এরমধ্যে একজন অফিসার। আহত আরও অনেক। তবে বুধবার সকালে নিহতের সংখ্যা আরও বেড়েছে।

চীনা সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। সরকারিভাবে ক্ষয়ক্ষতির কথাও জানানো হয়নি। তবে চীনের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, সে দেশেও বেশ কিছু সেনার মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের দাবি, ভারতের সেনা চীনের রেডিও ইন্টারসেপ্ট করে জানতে পেরেছে অন্তত ৪৩ জন চীনের সেনা নিহত হয়েছেন।

You may also like