লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম স্বপনকে (নারিকেল গাছ) সাময়িক বহিষ্কার করেছে জেলা আওয়ামী যুবলীগ। তিনি জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন।
৩১ জানুয়ারি রোববার সকালে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির।
রেজাউল করিম স্বপন লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে নারিকেল গাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা যুবলীগ সূত্রে জানা গেছে, লালমনিরহাট পৌরসভা নির্বাচনে পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেনকে নৌকার মনোনয়ন দেয়া হয়েছে। কেন্দ্রের এ নির্দেশনাকে অমান্য করে জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল করিম স্বপন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই জেলা যুবলীগ ৩০ জানুয়ারি রাতে কেন্দ্রের নির্দেশনায় জরুরি সভা করে বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম স্বপনকে যুবলীগ থেকে সাময়িক বহিষ্কার করেছে।
একই সঙ্গে বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম স্বপনকে দল থেকে চূড়ান্তভাবে কেন বহিষ্কার করা হবে না তার কারণ জানতে নোটিশ দেয়া হয়েছে।
লালমনিরহাট জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল করিম স্বপনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
ভয়েস টিভি/এসএফ