Home সারাদেশ লালমোহনে মৃত্যুর আট মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

লালমোহনে মৃত্যুর আট মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

by Newsroom
লালমোহনে

ভোলার লালমোহনে মৃত্যুর আট মাস পর মো. কামাল মাঝি নামে এক ব্যক্তির মরদেহ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার চট্রগ্রাম সিএমএম আদালতের নির্দেশে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের সাদাপোল এলাকা থেকে মরদেহটি উত্তোলন করা হয়।

মৃত কামাল মাঝি ওই এলাকার মোস্তফা মিয়া হাওলাদারের ছেলে। তিনি চট্রগ্রামে থাকতেন এবং লেবার সর্দার হিসাবে কাজ করতেন।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ জুন রাতে চট্টগ্রামের বাকলিয়া থানার রাজাখালী এলাকার বাসা থেকে কয়েকজন লোক লেবার সর্দার কামাল মাঝিকে ডেকে নিয়ে যায়। পরদিন নিহতের বাড়ি থেকে কিছুটা দুরে একটি গ্যারেজে তার মরদেহ পাওয়া যায়। এরপর মরদেহটি ভোলার লালমোহন উপজেলার গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়।

পরে মৃত কামাল মাঝির ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে গত বছরের ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম সিএমএম কোর্টে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পাঁচজনকে আসামি করা হয়।

ওই মামলার ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্ররেন করা হয়েছে। মামলাটি তদন্ত করছে পিবিআই।

ভয়েস টিভি/এমএইচ

You may also like