Home বিনোদন লাস্যময়ী ‘শ্যামা’!

লাস্যময়ী ‘শ্যামা’!

by Shohag Ferdaus
শ্যামা

শ্যামা এ বার তাক লাগিয়ে দিলেন অন্যরূপে! কাঁধ অবধি ঢেউ খেলানো চুল, গালে মেকআপ আর ঠোঁটে লাল লিপস্টিকে সহজ সরল শ্যামা এখন লাস্যময়ী। গায়ে উঠেছে নীল শিফনের শাড়ি সঙ্গে স্লিভলেস ব্লাউজ। তাকে যেন চেনার উপায় নেই!

মাথায় ঘোমটা, মাঝে মোটা সিঁথি, তাতে চওড়া করে সিঁদুর। আটপৌরে শাড়ি গায়ে জড়িয়ে মুখে স্মিত হাসি নিয়ে এ ভাবেই রোজ সন্ধ্যায় বাঙালির ড্রয়িং রুমে হাজির হন তিয়াসা ওরফে ‘শ্যামা’। এই নতুন লুক যেন নিমেষেই তিয়াসার সেই চেনা ছবি মুছে দিয়েছে। দিন কয়েক আগেই স্বামী সুবানের সঙ্গে বিবাহবার্ষিকী পালন করেছেন ‘শ্যামা’।

তিয়াসার এক নতুন অবতারকে ভালবাসছেন দর্শকরা। ইনস্টাগ্রামে পোস্টের কমেন্ট সেকশন অন্তত তেমনটাই বলছে। যে ‘শ্যামা’কে রোজ বাঙালি শাড়ি, শাখা-সিঁদুরে দেখে অভ্যস্থ, তাদের কাছে তিয়াসার এই নতুন সম্মোহনী চমক কোনো উপহারের চেয়ে কম নয়!

ভয়েস টিভি/এসএফ

You may also like