Home বিশ্ব দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে লা পালমা আগ্নেয়গিরি

দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে লা পালমা আগ্নেয়গিরি

by Mesbah Mukul

লা পালমা দ্বীপপুঞ্জের বিস্তৃত অঞ্চলজুড়ে লাভা উদগিরণেরদ ফলে আশপাশের অঞ্চলের বায়ুদূষণের মাত্রা চরম পর্যায়ে পৌঁছেছে। দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে স্পেনের লা পালমা দ্বীপপুঞ্জের কুমব্রে ভিয়েজা আগ্নেয়গিরিটি। এদিকে বায়ুদূষণের কারণে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টা পরই সেই আদেশ আবার তুলে নেওয়া হয়েছে।

নদী দিয়ে বয়ে যাচ্ছে যেন রক্তলাল এই গলিত লাভা। সেই সাথে কামানের গোলার মতো লাভা ছড়িয়ে পড়েছে লা পালমা। প্রায় তিন মাস ধরে চলা আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাতে বিধ্বস্ত গোটা দ্বীপ।

বিশেষজ্ঞরা জানান, প্রায় ১৫শ’ বছর আগে আগ্নেয়গিরিটির জন্ম হয়। এর পর ক্রমাগত ছড়াতে থাকে লাভা যা দুর্বিষহ করে তুলেছে ওই অঞ্চলের মানুষের জীবন।

স্থানীয় বাসিন্দা মারিয়া বলেন, আগ্নেয়গিরিটি অত্যন্ত শক্তিশালী এবং আমি আশা করি এর উদগিরণ শিগগিরই বন্ধ হয়ে যাবে।

প্রতিকূল আবহাওয়া ও মাত্রাতিরিক্ত সালফার ডাই-অক্সাইড নির্গমনের কারণে স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতর থাকতে বলা হয়েছিল। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে বায়ুমানের উন্নতি হওয়ায় সেই আদেশ তুলে নেয় স্থানীয় কর্তৃপক্ষ। তবে আগ্নেয়গিরির দূষিত কালো ধোঁয়া ছড়িয়ে পড়ায় মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন স্থানীয়রা।

দাভিনিয়া নামের স্থানীয় বাসিন্দা বলেন, আমরা দ্বীপের ওপার থেকে এসেছি। লাভা থেকে পচা ডিমের মতো গন্ধ ছড়াচ্ছে যা খুবই অস্বস্তিকর।

কোপার্নিকাস দুর্যোগ পর্যবেক্ষণ সংস্থার মতে, লাভায় ওই অঞ্চলের প্রায় ৩ হাজার বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আগ্নেয়গিরির জন্য হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

ভয়েসটিভি/এমএম

You may also like