Home বিশ্ব লিবিয়া উপকূলে নৌকাডুবে অন্তত ৪৫ নিহত

লিবিয়া উপকূলে নৌকাডুবে অন্তত ৪৫ নিহত

by Newsroom
লিবিয়া উপকূলে

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে ভয়াবহ নৌকাডুবিতে পাঁচ শিশুসহ অন্তত ৪৫ জন অভিবাসী ও শরণার্থী নিহত হয়েছেন। লিবিয়া থেকে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় এ নৌকাডুবির ঘটনা ঘটে। ১৯ আগস্ট বুধবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর দেওয়া তথ্যের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির খবরে বলা হয়, ৮০ জনেরও বেশি যাত্রী নিয়ে যাওয়ার সময় ছোট ওই নৌযানটির ইঞ্জিন বিষ্ফোরিত হলে তা ডুবে যায়। এতে অন্তত ৪৫ জন প্রাণ হারান। স্থানীয় জেলে ও মৎসজীবীরা ৩৭ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন বলেও জানানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

দুর্ঘটনার পর বুধবার যৌথ বিবৃতি দিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম)।

ওই যৌথ বিবৃতিতে জাতিসংঘের অঙ্গ সংস্থা দুটি জানিয়েছে সোমবারের ভয়াবহ ওই নৌকাডুবির যারা প্রাণ হারিয়েছেন তাদের বেশিরভাগই আফ্রিকার দেশে সেনেগাল, মালি, শাদ এবং ঘানার বাসিন্দা। সংস্থা দুটি বলছে ব্যাপক উদ্ধার অভিযান ছাড়া ভূমধ্যসাগরে আরও অনেকের প্রাণহানি ঘটবে।

লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার সময় চলতি বছর ভূমধ্যসাগরে তিন শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

ভয়েস টিভি/ইন্টারন্যাশনাল ডেস্ক/টিআর

You may also like