Home জাতীয় লিবিয়া হত্যাকান্ড : দেশে ৩৮ জনের বিরুদ্ধে সিআইডির মামলা

লিবিয়া হত্যাকান্ড : দেশে ৩৮ জনের বিরুদ্ধে সিআইডির মামলা

by shahin

নিজস্ব প্রতিবেদক, ভয়েস টিভি: লিবিয়ায় মানব পাচারের ঘটনায় ৩৮ জনকে আসামি করে থানায় মামলা করেছে সিআইডি । সংস্থার অর্গানাইজড ক্রাইম ইউনিটের এসআই এএইচএম রাশেদ ফজল বাদি হয়ে পল্টন থানায় এ মামলাটি দায়ের করেছেন।

লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসীকে গুলি করে হত্যা করা হয়। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মিজদাতে এ ঘটনা ঘটে গত বৃহস্পতিবার । ২৬ বাংলাদেশীসহ ৩০ জন অভিবাসন প্রত্যাশীকে নির্মমভাবে হত্যা করেছে পাচারকারীরা । মুক্তিপনের অর্থ আর এক মানবপাচারকারী হত্যার বদলা হিসবে এই হত্যাকান্ড ঘটায় পাচারকারীরা ।

পল্টন থানায় দায়ের করা মামলায় আসামিরা হলেন, তানজিলুর, বাচ্চু মিলিটারি, নাজমুল, জোবর আলী, জাফর (৩৫), স্বপন, মিন্টু মিয়া (৩৫), প্রোপাইটার স্কাই ভিউ ট্যুরস এন্ড ট্রাভেলস, হেলাল মিয়া, কামাল উদ্দিন ওরফে হাজী কামাল, আলী হোসেন, সাদ্দাম (৩৫), কামাল হোসেন (৪০), রাশিদা বেগম (৪২), নূর হোসেন শেখ (৩৫), ইমাম হোসেন শেখ (৩৫), আকবর হোসেন শেখ (৩২), বুলু বেগম (৩৮), জুলহাস সরদার (৪৫), আমির শেখ (৫৫), দিনা বেগম (২৫), নজরুল মোল্লা (৩৫),শাহাদত হোসেন, জাহিদুল শেখ (৩৫), জাকির মাতুব্বর (৬০), আমির হোসেন (৫৫), লিয়াকত শেখ ওরফে লেকু শেখ(৪৫), আব্দুর রব মোড়ল (৪০), কুদ্দুস বয়াতি, সজীব মিয়া, রেজাউল বয়াতী, শেখ মাহবুবর রহমান, শেখ সহিদুর রহমান (৪০), হাজী শহীদ মিয়া(৬১), খবির উদ্দিন, মুন্নী আক্তার রুপসী (২০) ও বাংলা মোটরে অবস্থিত অজ্ঞাত ট্রাভেল এজেন্সীর মালিক লালন।

এছাাড়া হাজী কামালসহ বেশ কয়েক জনের নাম উল্লেখ করে কিশোরগঞ্জের ভৈরবে একটি, গোপালগঞ্জের মুকসুদপুরে একটি ও মাদারীপুরে তিনটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর তদন্তভার ইতিমধ্যে সিআইডি পাঠানো হয়েছে।

এদিকে, লিবিয়ায় সন্দেহভাজন পাচারকারী হিসেবে গ্রেফতার কামাল উদ্দিন ওরফে হাজি কামালকে (৫৫) প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। রিমান্ড আবেদন না থাকায় তাকে জেলা হাজতে পাঠানো হয়। তার বিরুদ্ধে কিশোরগঞ্জের ভৈরবে একটি, গোপালগঞ্জের মুকসুদপুরে একটি ও মাদারীপুরে তিনটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর তদন্তভার ইতিমধ্যে সিআইডি পাঠানো হয়েছে।

You may also like