Home খেলার খবর টটেনহ্যামকে হারিয়ে শীর্ষে লিভারপুল

টটেনহ্যামকে হারিয়ে শীর্ষে লিভারপুল

by Shohag Ferdaus
লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছে লিভারপুল। শেষ মুহূর্তে রবার্তো ফিরমিনোর গোলে টটেনহ্যাম হটস্পারকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা। আর এতেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো অল রেডরা।

১৬ ডিসেম্বর বুধবার রাতে অ্যানফিল্ডে ২৬ মিনিটে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। তবে ৩৩ মিনিটে সন হিউং-মিনের গোল সমতা ফেরে টটেনহ্যাম। আর ম্যাচের ৯০তম মিনিটে কর্নার থেকে ফিরমিনোর শক্তিশালী হেডে জয় পায় ইয়ুর্গেন ক্লপের দল।

অধিকাংশ সময় বল দখলে রেখে টটেনহ্যামকে চেপে ধরে লিভারপুল। দ্বাদশ মিনিটে এগিয়ে যেতে পারতো তারা। অ্যান্ড্রু রবার্টসনের ফ্রি-কিকে ফিরমিনোর হেড ফিরিয়ে জাল অক্ষত রাখেন গোলরক্ষক উগো লরিস।

ম্যাচের ২৬তম মিনিটে দলকে এগিয়ে নেন মোহাম্মদ সালাহ। মিশরের এই ফরোয়ার্ডের শট টটেনহ্যামের ডিফেন্ডার টবি আল্ডারভাইরেল্ডের পায়ে লেগে দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে জালে জড়ায়।

এর সাত মিনিট পর জিওভানি লু চেলসো বক্সের মধ্যে খুঁজে পান সনকে, কোরিয়ান ফরোয়ার্ড চমৎকার ফিনিশিংয়ে স্কোর ১-১ করে অতিথিরা। ৩৭তম মিনিটে আবার এগিয়ে যেতে পারতো লিভারপুল। এবার ডি-বক্সের ভেতর থেকে ফিরমিনোর নিচু শট ডান দিকে ঝাঁপিয়ে ফেরান লরিস।

বাকি সময় বল দখলে স্বাগতিকরা আধিপত্য বিস্তার করলেও স্পাররা দুটি দারুণ সুযোগ নষ্ট করে। বক্সের মধ্যে ঢুকে স্টিভেন বারগউইন ঢুকে পড়ে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডকে ফাঁকি দিলেও তার শট পোস্টে লাগে। কয়েক মিনিট পর সনের কর্নার থেকে অরক্ষিত হ্যারি কেইন দারুণ একটা হেড নিয়েছিলেন, কিন্তু বল মাটিতে লাফিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। এই সুযোগগুলো নষ্টের মাশুল স্পাররা দিয়েছে।

ড্র-ই যেখানে মনে হচ্ছিল সম্ভাব্য ফল, তখন নির্ধারিত সময়ের শেষ মিনিটে লিভারপুলকে উচ্ছ্বাসে ভাসান ফিরমিনো। রবার্টসনের কর্নারে হেডে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ভয়েস টিভি/এসএফ

You may also like