Home অপরাধ ওসি প্রদীপের পর এবার কারাগারে ডিভিশন পেলেন লিয়াকত

ওসি প্রদীপের পর এবার কারাগারে ডিভিশন পেলেন লিয়াকত

by Shohag Ferdaus
লিয়াকত

মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আটক টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত আলীকে জেলহাজতে ডিভিশন দেয়া হয়েছে। আদালতের নির্দেশে তাকে এই ডিভিশন দেয়া হয়। বর্তমানে তিনি কক্সবাজার জেলা কারাগারে রয়েছেন। কারাগারের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর থেকে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ আদালতের নির্দেশে ডিভিশন সুবিধা ভোগ করছেন। বর্তমানে প্রদীপ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

কক্সবাজার কারাগার সূত্রে জানা যায়, আদালত থেকে লিয়াকতের ডিভিশন সুবিধার নির্দেশনা দেয়া হয়েছে। সে অনুযায়ী তাকে ডিভিশন সুবিধা দেয়া হয়েছে। কারা নিয়ম অনুযায়ী তিনি সেখানে সব সুবিধা পাচ্ছেন।

আরও পড়ুন: তৃতীয় দফায় রিমান্ডে প্রদীপসহ ৩ পুলিশ সদস্য

এদিকে দুর্নীতি দমন কমিশনের মামলায় প্রদীপের বিরুদ্ধে আদালতের পৃথক নির্দেশনায় বলা হয়, প্রদীপ কুমার দাশ আত্মীয়-স্বজন ও তার আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না। তবে স্বজন ও আইনজীবীদের সঙ্গে কারাবিধি অনুযায়ী টেলিফোনে কথা বলতে পারবেন।

গত ৮ আগস্ট কক্সবাজারের সাবেক পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ওসি প্রদীপ ও ইন্সপেক্টর লিয়াকতকে ডিভিশন দিতে প্রত্যয়নপত্র দেন। তবে কারা কর্তৃপক্ষ সেই আবেদন দুটি বাতিল করে দেয়।

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় ৩১ জুলাই রাতে এপিবিএনের চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা রাশেদ খান।

আরও পড়ুন: ওসি প্রদীপ গ্রেফতার

ভয়েস টিভি/এসএফ

You may also like