Home জাতীয় লেখক মুশতাকের মৃত্যুর কারণ জানতে তদন্ত কমিটি

লেখক মুশতাকের মৃত্যুর কারণ জানতে তদন্ত কমিটি

by Newsroom
লেখক

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় কারাবন্দি লেখক মুশতাক আহমেদ মারা যাওয়ার পর তার মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে মৃত্যুর প্রকৃত কারণ জানতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আগামী দুই কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে নিশ্চিত করেন জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।

তদন্ত কমিটির সদস্যরা হলেন, গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী ও উম্মে হাবিবা ফারজানা। তাদের

এর আগে ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিমপুর কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়ে মুশতাক আহমেদ। প্রথমে কারা হাসপাতাল ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার দুপুরে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওইদিন রাত পৌনে ১০টায় রাজধানীর আজিমপুর কবরস্থানে লেখক মুশতাক আহমেদের দাফন সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন : দুর্নীতি মামলায় সাতক্ষীরা জেলার সাঁটলিপিকার জেলে

ভয়েস টিভি/এমএইচ

You may also like