Home বিনোদন প্রযোজকের ধর্ষণে গর্ভবতী হয়েছিলেন লেডি গাগা

প্রযোজকের ধর্ষণে গর্ভবতী হয়েছিলেন লেডি গাগা

by Shohag Ferdaus

১৯ বছর বয়সে ধর্ষিত হয়েছিলেন হলিউডের বিখ্যাত সংগীত শিল্পী লেডি গাগা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই সে কথা প্রকাশ্যে আনেন তিনি।

কাজের সূত্রে এক প্রযোজকের কাছে গিয়েছিলেন এই শিল্পী। সেই প্রযোজক তাকে নগ্ন হওয়ার প্রস্তাব দেন। প্রযোজকের কথায় গায়িকা রাজি না হলে, তার সব গানের রেকর্ড পুড়িয়ে ফেলার হুমকি দেন তিনি।

এর পরেই জোরপূর্বক লেডি গাগার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন সেই প্রযোজক। গাগা জানিয়েছেন, বহু মাস স্টুডিওতে আটক করে রাখা হয় তাকে। তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি থাকে। সন্তানসম্ভবা হয়ে পড়েন তিনি। সেই অবস্থায় তার মা-বাবার বাড়ির সামনে তাকে ফেলে দিয়ে যান সেই প্রযোজক।

তিনি বলেন, “আমি মানসিক ভাবে ভেঙে পড়ি। এই ঘটনার পর দু’বছর নিজের মধ্যে ছিলাম না।” এর পরের সব ঘটনা পরম্পরা তার ভালো করে মনেও নেই। শারীরিক ও মানসিক বিপর্যয় কাটিয়ে উঠতে তার দীর্ঘ সময় লাগে। গাগা অবশ্য সেই প্রযোজকের নাম প্রকাশ্যে আনেননি।

এর পর একাধিক সম্পর্কে জড়ান বিখ্যাত এই শিল্পী। তবে কোনওটিই স্থায়ী হয়নি। বর্তমানে মাইকেল পোলানস্কি নামের এক উদ্যোগপতির সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি।

ভয়েস টিভি/এসএফ

You may also like