Home অর্থনীতি লেবুর হালি ১০০!

লেবুর হালি ১০০!

by Shohag Ferdaus
হালি

রমজানে সারাদিন রোজার পরে ইফতারিতে পানির ঘাটতি মেটাতে অনেকেই লেবুর শরবতকে বেছে নেন। তবে লেবু এবার ক্রয় ক্ষমতার বাইরে।

রমজানের আগেই বাড়তে শুরু করে লেবুর দাম। আর রোজা শুরু হওয়ার পর লেবু মধ্যবিত্তেরও ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। রাজধানীর বাজারগুলোতে লেবু ৮০-১০০ টাকা হালি বিক্রি হচ্ছে।

১৬ এপ্রিল রাজধানীর মালিবাগ, বগবাজারসহ বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

রাজধানীর কারওয়ান বাজারেও লেবুর দাম চড়া। সেখানে পাইকারিতে সর্বনিম্ন চারটি দাম ৬৪ টাকা। তবে এদামে লেবু নিতে হলে কমপক্ষে ১০০ পিস লেবু নিতে হবে ক্রেতাকে। অর্থাৎ ১৬০০ টাকায় ১০০ পিস লেবু নেয়া যাবে। এ লেবু কয়েক হাত ঘুরে খুচরা বাজারে ১০০ টাকা হালি বিক্রি কমই, এমনটা জানালেন এক লেবু বিক্রেতা।

লেবু কেনার অভিজ্ঞতা শেয়ার করেছেন এক গণমাধ্যমকর্মী। তিনি লিখেছেন, কারওয়ান বাজারে গিয়ে এক খুচরা বিক্রেতাকে জিজ্ঞেস করলাম- লেবু কত ডজন? বিক্রতা জানাল, ‘১০০ টাকা এটা।’ ‘১০০ টাকা ডজন? বলেন কী? মাথা খারাপ নাকি?’ লেবু বিক্রেতা একটু বিরক্ত হয়ে বললেন, ‘আরে ডরজন না, হালি ১০০ টাকা।’

লেবুর পাশাপশি বেড়েছে শশা ও বেগুনের দামও। আজ সকালে মোহাম্মদপুরের কাঁটাসুর বাজারে প্রতিকেজি বেগুন ৮০ থেকে ১০০ টাকা, শসা ১০০-১২০ টাকা, কাঁচা মরিচ ৭০-৮০ টাকা, ক্ষীরা ৫০-৬০ টাকা, আলু ২০-২৫ টাকায় বিক্রি করতে দেখা যায়। অথচ কয়েক দিন আগেও বেগুন, শসা, কাঁচামরিচ ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। আর আলুর দাম ছিল ১৬ থেকে ১৮ টাকা কেজি।

ভয়েস টিভি/এসএফ

You may also like