করোনা ভাইরাসের তাণ্ডবে বেড়েই চলেছে শনাক্ত ও মৃতের সংখ্যা। বিশ্বে ভাইরাসটিতে শনাক্তের সংখ্যা প্রায় ২ কোটি ৪৬ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৩৫ হাজার।
শুক্রবার সকাল পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যানে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৩৫ হাজার ৬২৭ জনের। আর মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৬ লাখ ২৪ হাজার ৯৭৯ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৭০ লাখ ৯২ হাজার ৭৪৭ জন।
শনাক্ত ও মৃতের অধিকাংশই মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকোর মতো দেশগুলোর নাগরিক।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৯৬ জনে। বিশ্বে সর্বোচ্চ শনাক্তের সংখ্যাও এই দেশটিতে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৬০ লাখ ৪৬ হাজার ৬৩৪ জন।
আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৭ লাখ ৬৪ হাজার ৪৯৩ জন। আর মারা গেছেন ১ লাখ ১৮ হাজার ৭২৬ জন।
মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই রয়েছে মেক্সিকো, দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে শনাক্ত হয়ে মারা গেছেন ৬২ হাজার ৫৯৪ জন। মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৭৯ হাজার ৯১৪ জন।
শনাক্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩৩ লাখ ৮৪ হাজার ৫৭৫ জন। আর মারা গেছেন ৬১ হাজার ৬৯৪ জন।
আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৯ লাখ ৭৫ হাজার ৫৭৬ জন। আর মৃতের সংখ্যা ১৬ হাজার ৮০৪ জন।
আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল বৃহস্প্রতিবার পর্যন্ত শনাক্তের সংখ্যা তিন লাখ চার হাজার ৫৮৩। এর মধ্যে মারা গেছেন চার হাজার ১২৭ জন। আর সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ৯৩ হাজার ৪৫৮ জনে।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস।
ভয়েসে টিভি/টিআর