Home বিশ্ব আরও ৫ হাজার মৃত্যু, শনাক্ত আড়াই লাখের বেশি

আরও ৫ হাজার মৃত্যু, শনাক্ত আড়াই লাখের বেশি

by Newsroom
শনাক্ত

গত ২৪ ঘন্টায় করোনায় বিশ্বে আরও ৫ হাজারের বেশি মানুষ মারা গেছে। আর একই সময়ে শনাক্ত হয়েছে আড়াই লাখের বেশি মানুষ। তবে সুস্থ হয়েছেন অর্ধেকের বেশি শনাক্ত রোগী।

রোববার সকাল পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যানে বলা হয়েছে, গত একদিনে বিশ্বের করোনায় মারা গেছে ৫ হাজার ৩৪৩ জন। এ নিয়ে মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৭ হাজার ৯৪৩ জনে। অপরদিকে, নতুন করে শনাক্ত হয়েছে ২ লাখ ৬১ হাজার ৬২২ জন মানুষ। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ৯১০ জন।

আর সুস্থতা লাভ করেছেন ১ কোটি ৫৯ লাখের বেশি রোগী। শনাক্ত ও মৃতের অধিকাংশই মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকোর মতো দেশগুলোর নাগরিক।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৫৮ লাখ ৪১ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৮০ হাজার ১৭৪ জনের।

ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩৫ লাখ ৮৩ হাজারের কাছাকাছি। মৃতের সংখ্যা ঠেকেছে ১ লাখ ১৪ হাজার ২৭৭ জনে।

সংক্রমণে তিনে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে গত একদিনেই ৭০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে শনাক্তের সংখ্যা ৩০ লাখ ৪৩ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৮৪৬ জনে।

রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৯ লাখ ৫২ হাজারের কাছাকাছি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১৬ হাজার ৩১০ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৩ লাখ ২৪ হাজারের বেশি আর মৃত্যু হয়েছে ৪১ হাজার ৪২৩ জনের।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ৬ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৬১৯ জন।

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে করোনার শিকার ২ লাখ সাড়ে ৯২ হাজার। মৃত্যু হয়েছে ৬ হাজার ২৩১ জনের।

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল শনিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৬২৫ জন। এর মধ্যে মারা গেছে ৩ হাজার ৯০৭ জন।

ভয়েস টিভি/টিআর

You may also like