Home সারাদেশ দেশব্যাপি নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দেশব্যাপি নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

by Newsroom
শহীদ বুদ্ধিজীবী দিবস

দেশব্যাপি নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ দিবসে নীলফামারীতে আলোচনা সভা করেছে জেলা প্রশাসন। ১৪ডিসেম্বর সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে জেলা আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে।

এতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।

সদর উপজেলা সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর সভাপতি মসফিকুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাখাল রায় প্রমুখ উপস্থিত ছিলেন এ সময়।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। সকালে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আনোয়ার খসরু পারভেজ ও অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাধীনতা চত্বরে ফুল দিয়ে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এসময় আরো শ্রদ্ধাজ্ঞাপন করেন শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, প্রক্টর অফিস, ছাত্র উপদেষ্টা দপ্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রশাসন, পরিবহন পুল, ব্যবসায় প্রশাসন বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, গণিত বিভাগ, রসায়ন পরিবার, অর্থনীতি বিভাগ, ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এদিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজলা পরিষদ সভা কক্ষে ইউএনও ন‚র-এ-জান্নাত রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন।

 

বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা গোলাম হাসেন মন্টু উপস্থিত ছিলেন।

 

বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) আশরাফুল আলম রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাবের আহবায়ক আবু সাঈদ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চদ্র সরকার, থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফা, আলহাজ্ব এমডি ফয়জার রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর সকালে গভীর শোক ও শ্রদ্ধায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বধ্যভূমি গণকবর স্মৃতি ফলকে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পন শেষে শদীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পঞ্চগড়ে শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পঞ্চগড়ের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু ম্যুারাল, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ এবং ৭১ এর বদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। সোমাবার সকালে সার্কিট হাউজের বঙ্গবন্ধু ম্যুারালে প্রথমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন জেলা প্রশাসক সাবিনা ইয়ামমিন।

এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পৃথক পৃথক ভাবে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

পরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে বিভিন্ন শ্রেণী পেশার নেতৃ বৃন্দের অংশ গ্রহনে ভাচুর্য়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সারাদেশের মতো ফেনীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসা জানানো হয়েছে। সোমবার ফেনী পৌর চত্বর থেকে মিছিলযোগে বের হয়ে ফেনী সরকারী কলেজের শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

এ সময় ফেনী জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, ফেনী পৌরসভা, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, ফেনী সরকারী কলেজ ছাত্র সংসদ ফুলেল শ্রদ্ধা জানান।

অপরদিকে ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ বিমল কান্তি পালের নেতৃত্বে কলেজে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ফেনী সরকারী কলেজের বদ্ধভূমিতে শ্রদ্ধা জানাতে আসেন ফেনী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, শিক্ষক, জনপ্রতিনিধি, সংস্কৃতিকর্মীসহ সর্বস্তরের মানুষ।

একইদিন জেলা প্রশাসনের আয়োজনে সূর্য ডোবার পরপর শহীদ বেদীতে মোমবাতি প্রজ্বলন ও সন্ধ্যায় কলেজ মিলনায়তনে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া শ্রদ্ধা ও ভালবাসায় শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো পাবনা প্রেসক্লাব। এ উপলক্ষে সোমবার সকাল ৭টায় পাবনা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে পদযাত্রাসহ মুক্তিযুদ্ধের কেন্দ্রিয় স্মৃতিসৌধ ‘দুজয় পাবনা’ য় শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

পরে পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় স্মরণসভায় স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ। আলোচনা সভায় মুল বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মীর্জা আজাদ, সহসভাপতি শহীদুর রহমান শহীসহ আরও অনেকে।

এছাড়া পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, শহীদ এম মনসুর আলী কলেজ মুক্তিযুদ্ধের কেন্দ্রিয় স্মৃতিসৌধ ‘দুজয় পাবনা’য় শ্রদ্ধার্ঘ নিবেদন করে

এদিকে ফরিদপুরেও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌর মেয়র, সদর উপজেলা পরিষদ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নীরবতা পালন, দোয়া, পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সকাল ৯টায় শহরের শেখ জামাল স্টেডিয়ামের পার্শ্বে অবস্থিত গণকবরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি’র পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর জেলা প্রশাসক অতুল সরকারসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম সহ পুলিশ বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

পর্যায়ক্রমে জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জুম অ্যাপের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগরীর পদ্মা নদীর নিকটস্থ টি বাঁধ সংলগ্ন বাবলাবন বধ্যভূমি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় ফলক উন্মোচনের মাধ্যমে স্মৃতিসৌধ এর উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানেরপুত্র রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনের পর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী-০২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাসহ বীর মুক্তিযোদ্ধারা।

পুষ্পার্ঘ্য অর্পণের পর শহীদদের স্মরণে এক মিনিটি নীরবতা পালন ও তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এরপর বিভিন্ন সংগঠন ও শ্রেণিপেশার শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

কুড়িগ্রামের চিলমারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম, ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম প্রমুখ।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like