Home বিনোদন ‘অপু বিশ্বাসের ট্রাউজারে’ ট্রলের শিকার শাকিব খান

‘অপু বিশ্বাসের ট্রাউজারে’ ট্রলের শিকার শাকিব খান

by Newsroom
শাকিব খান

‘সুন্দরবনে শুধু বাঘই নয়, সিংহও থাকে’, ‘সিনেমার পোকা যেহেতু মাথায় আছে, সেহেতু সুন্দরবনে ছেড়ে দিলে, সেখানে বসেও আন্তর্জাতিক মানের সিনেমা বানাতে পারব’-এরকম নানাবিধ মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হতে দেখা গেছে শাকিব খানকে। এবার তিনি জড়ালেন ট্রাউজার বিতর্কে। নেটিজেনরা শাকিব খান ও তার সাবেক স্ত্রী অপু বিশ্বাসের ছবি একত্রে জুড়ে লিখে দিচ্ছেন ‘ট্রাউজারটি কার’?

কয়েক দিন আগে অপু বিশ্বাস তার ফেইসবুকে দুটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায় কালো-সাদা ছাপার একটি ট্রাউজার পরেছেন অপু বিশ্বাস। আর গত বুধবার শাকিব খান একটি ছবি পোস্ট করেন। তাতেও দেখা যায় একই প্রিন্টের ট্রাউজার পরেছেন শাকিব খান।

এরপরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার খোরাক হলেন তিনি। অনেকে বলছেন, এটা অপু বিশ্বাসের সেই ট্রাউজার! কেউ আবার টিপ্পনী কেটে বলছেন, শাকিব এখনো অপুকে ভুলতে পারেননি। তাই তার সঙ্গে মিল রেখে ট্রাউজার কিনেছেন।

তবে পোশাক সমালোচনা এবারই যে প্রথম তা কিন্তু নয়। গতবছরেও ছেড়া জিন্স পরে নেটিজেনদের হাসির খোরাক হয়েছিলেন এই নায়ক। কারণ একই রকম প্যান্ট পরে অপু বিশ্বাসও একটি ছবি পোস্ট করেছিলেন।

দীর্ঘ আট বছর গোপনে সংসার করার পর অপুর কোলজুড়ে আসে পুত্র আব্রাম খান জয়। এরপরই অর্থাৎ ২০১৬ সালে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। ২০১৮ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like