ঢাকাই চলচ্চিত্রে বেশ কয়েক বছর ধরেই চলছে ভঙ্কুর দশা। এর মধ্যেই রুপালি পর্দায় ক্যারিয়ার গড়তে আসছেন অনেক নতুন মুখ। শাকিলা পারভিন তেমনই একজন। শুরুটা হয়েছিলো মিউজিক ভিডিও দিয়ে। সম্প্রতি তিনি দিপঙ্কর দিপুর পরিচালনায় র্যাপিড অ্যাকশান ব্যাটলিয়ন (র্যাব) নিয়ে নির্মিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়।
রাজধানীর মিরপুরের বাশার উদ্দিন ও মাবিয়া বেগমের দুই ছেলে-মেয়ের মধ্যে ছোট শাকিলা অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। পড়ছেন বেসরকারি প্রতিষ্ঠান বিইউবিটি‘র অর্থনীতি বিভাগে। মিউজিক ভিডিও ছাড়াও কাজ করেছেন বেশকিছু নাটক ও বিজ্ঞাপন চিত্রে।
সম্প্রতি শাপলা মিডিয়ার শত চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে আসেন এই অভিনেত্রী। এসময় ভয়েস টিভির সঙ্গে একান্ত আলাপচারিতায় ব্যক্তি জীবন ও অভিনয়ে আসার গল্প তুলে ধরেন।
তিনি বলেন, ছোট থেকেই একটা প্যাশান কাজ করতো। যখন টিভি দেখতাম তখন মনে হতো আমি যদি ওখানে থাকতে পারতাম….! তো যখন সুযোগ পেলাম তখন আর মিস করিনি। যখন সবাই ভালো রেসপন্স দিচ্ছিলো, তখন মনে হলো সামনের দিকে হয়তো আরও ভালো হবে।
আড়াই বছর ধরে এই মডেল এ পর্যন্ত ২০টিরও বেশি মিউজিক ভিডিও করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভিউ হয় ‘তোর মন পাড়ায়’ শিরোনামের গানটি। ইউটিউবে প্রায় ১০ কোটি দর্শক এটা উপভোগ করেছে।
তিনি বলেন, আমি মুলত মিউজিক ভিডিওতে কাজ করতাম। সম্প্রতি নতুন একটা সিনেমা দিপঙ্কর দিপু পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ এর সঙ্গে যুক্ত হয়েছি। ২০১৯ সালের অক্টোবরের দিকে সিনেমাটির শুটিং শুরু হয়। এটি মূলত বাংলাদেশের র্যাব বাহিনীর কার্যক্রম নিয়ে নির্মিত। অনেকটা ওয়াইল্ড টাইপের। সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় কাজের সুযোগ হয়েছে। সবাই অবশ্য দিন শেষে এটাই চায়। আর আমার স্বপ্নটা অনেক পুরনোই।
সিনেমার বিষয়ে শাকিলা পারভিন বলেন, অপারেশন সুন্দরবনের ডাবিং হয়ে গেছে। বাকি কাজ অল্প কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। পুরো প্রোজেক্টটি ইন্ডিয়াতে হয়েছে। গত বছর করোনার আগে শুটিং শুরু হয়েছিল। কিছু বাকি ছিলো সেটা পরে হয়েছে।
গত ১৬ ফেব্রুয়ারি অন্যতম বৃহৎ প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা দেয়। এ ঘোষণায় চলচ্চিত্র পাড়ায় বেশ আমেজ সৃষ্টি হয়েছে। অন্যান্যদের মতো উচ্ছ্বসিত এ অভিনেত্রীও।
এ বিষয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, শাপলা মিডিয়া অনেক নামকরা একটি প্রযোজনা প্রতিষ্ঠান। বরাবরের মতো তারা খুব ভালো ভালো সিনেমা নির্মাণ করছে। শাপলা মিডিয়ার ১০০ সিনেমার মহরত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্যে অসংখ্য ধন্যবাদ। এছাড়া এমন একটি বড় উদ্যোগ নেয়ার জন্যে সেলিম ভাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভ কামনা। তারা বেশ ভালো কাজ করছে, সামনে আরও ভালো কিছু হবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে আশা করি।
শাপলা মিডিয়ার ১০০ সিনেমার মধ্যে লটারির মাধ্যমে বাছাই করা ১০ সিনেমার শুটিং পৃথকভাবে গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। এর মধ্যে জসিম উদ্দিন জাকিরের পরিচালনায় `কলিজাতে দাগ লেগেছে‘ সিনেমায় অভিনয় করছেন শাকিলা। তার বিপরীতে রয়েছেন অভিনেতা সুপ্ত।
তিনি বলেন, `কলিজাতে দাগ লেগেছে‘ সিনেমাটির বেশ কয়েকটি লোকেশনে শুটিং হয়েছে। ইতোমধ্যে ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি অংশের শুটিং আরও কয়েকটি লোকেশনে হবে।
আরও পড়ুন : পাঠান নিয়ে ফিরছেন শাহরুখ, থাকছেন সালমানও!
ভয়েস টিভি/এমএইচ/ডিএইচ