Home বিনোদন হিন্দু-মুসলমানের মধ্যে শান্তি নষ্ট করছে ‘দ্য কাশ্মীর ফাইলস’: নানা পাটেকর  

হিন্দু-মুসলমানের মধ্যে শান্তি নষ্ট করছে ‘দ্য কাশ্মীর ফাইলস’: নানা পাটেকর  

by Roman Kabir

‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা মুক্তির পর উত্তাল হয়ে উঠেছে ভারত। মুক্তির মাত্র ৯ দিনে এটি প্রায় দেড়শ কোটি রুপি আয় করেছে। তবে এ নিয়ে দুই ভাগে বিভক্ত রাষ্ট্রের নাগরিকরা। কেউ কেউ এই সিনেমাটির বিষয়বস্তুকে সমর্থন দিচ্ছে, আবার কেউ কেউ একে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি নষ্টের প্রপাগাণ্ডা বলছেন।

বিশেষ করে হিন্দুরা সিনেমাটি রীতিমতো লুফে নিচ্ছে। অন্যদিকে মুসলিমরা দাবি করছে, সিনেমায় তাদেরকে ইচ্ছাকৃত শত্রু রূপে দেখানো হয়েছে।

১৯৯০ সালে কাশ্মীর থেকে লক্ষাধিক হিন্দু পণ্ডিত ঘরছাড়া হয়েছিল। যেটার পেছনে মুসলমানদের হাত ছিল বলে অভিযোগ। বিষয়টি নিয়ে এত বছর সেভাবে আলোচনা হয়নি। লেখালেখি কিংবা সিনেমা নির্মিত হয়নি। ‘দ্য কাশ্মীর ফাইলস’ সেই অজানা ঘটনা সামনে এনেছে।

তবে এমন সিনেমার মাধ্যমে মূলত ভারতে হিন্দু-মুসলমানের মধ্যকার শান্তি নষ্ট করা হচ্ছে বলে মনে করেন খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর।

জাতীয় পুরস্কার পাওয়া এই অভিনেতা মনে করেন, ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি সমাজকে ভেঙে টুকরো টুকরো করে দেবে।

নানা পাটেকর বলেন, ‘হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই এই ভারতের বাসিন্দা। দুই সম্প্রদায়েরই শান্তিতে থাকা উচিত। তাদের একে-অন্যকে প্রয়োজন। পরস্পরকে ছাড়া থাকতে পারবেনও না। কোনও এক সিনেমার জন্য এই দুইয়ের মধ্যে বিভাজনের পরিস্থিতি তৈরি হওয়া ঠিক নয়। দেখতে হবে সকলেই যেন শান্তিতে থাকেন। এমন সিনেমা বানিয়ে যারা এই শান্তি ভাঙার চেষ্টা করছেন, তাদের কাছে জবাব চাওয়া উচিত। তাদের বুঝিয়ে দেওয়া উচিত, এমন করলে সমাজটাই টুকরো টুকরো হয়ে যাবে।’

উল্লেখ্য, এই সিনেমার প্রশংসা খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করেছেন। এমনকি ভারতের আসাম রাজ্যে ছুটিও ঘোষণা করা হয় সিনেমাটি দেখার জন্য। অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত, ইয়ামি গৌতমসহ অনেকে এর প্রশংসা করেছেন। তবে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যনার্জী ছবিটিতে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে এই ছবিটি বর্জনের ঘোষণা দিয়েছেন।

ভয়েসটিভি/আরকে

You may also like