Home বিশ্ব ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপনে রাজি সুদান

ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপনে রাজি সুদান

by Newsroom

সুদান ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপনে রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্পের  উদ্যোগে ইসরায়েল ও সুদান এ শান্তিচুক্তি স্বাক্ষরে রাজি হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পর এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে সুদান। অন্তত আরও পাঁচটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি করবে। সৌদি আরবও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে বলে  তিনি প্রত্যাশা করেন।

জানা গেছে, ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদকের ফোনালাপে বিষয়টি চূড়ান্ত হয়। পরে হোয়াইট হাউস থেকে ট্রাম্প জানান, ইসরায়েল ও সুদান শান্তি স্থাপন করতে রাজি হয়েছে। উভয় দেশের জন্য এ এক অভাবনীয় চুক্তি।

ইসরায়েলের সঙ্গে আমিরাত ও বাহরাইন সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয়ার কয়েক সপ্তাহ পর একই পথ ধরে হাঁটল সুদান। ২৬ বছরের মধ্যে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব হিসেবে আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে আমিরাত ও বাহরাইন।

আরও পড়ুন: ইসরায়েলের সঙ্গে আমিরাত-বাহরাইনের ‘ঐতিহাসিক’ চুক্তি সই

সুদান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের প্রতিনিধিরা বৈঠক করবেন। সেখানে কৃষি, বিমান চলাচল ও অভিবাসন নিয়ে আলোচনা হবে।

বিবৃতিতে বৈঠকের কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। এতে বলা হয়েছে, নেতৃবৃন্দরা সুদান ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছেন।

ইসরায়েলের সঙ্গে ১৯৯৪ সালে জর্ডান, ১৯৭৯ সালে মিসর শান্তিচুক্তি স্বাক্ষর করেছে। আফ্রিকার আরব লিগ সদস্য মৌরিতানিয়া ২০০৯ সালে ইসরায়েলকে স্বীকৃতি দিলেও ১০ বছর পর তা বাতিল করে। আরব দেশগুলোর পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের নিন্দা জানিয়ে আসছে ফিলিস্তিন।

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদী রাষ্ট্রের তালিকা থেকে সুদানের নাম বাদ দেয়ার আনুষ্ঠানিক ঘোষণার কিছুক্ষণ পর ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাংবাদিকদের ওভাল অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে সুদান ও ইসরায়েলের নেতাদের সঙ্গে ফোনে কথা বলছিলেন ট্রাম্প।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, এই চুক্তি শান্তির জন্যে নাটকীয় অগ্রগতি এবং নতুন যুগের সূচনা। অপরদিকে সুদানের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান।

ভয়েস টিভি/এমএইচ

You may also like