Home বিনোদন শাপলা মিডিয়ার সিনেমা গ্যাংস্টারের গানে ব্যয় অর্ধকোটি টাকা

শাপলা মিডিয়ার সিনেমা গ্যাংস্টারের গানে ব্যয় অর্ধকোটি টাকা

by Amir Shohel

বিগ বাজেটের চোখ ধাঁধানো সেটে চলছে শাপলা মিডিয়া প্রযোজিত গ্যাংস্টার ছবির গানের শুটিং। সাড়া জাগানো নায়ক শান্ত খান এবং কলকাতার জনপ্রিয় নায়িকা রুপসা এফডিসিতে এই গানের চিত্রায়ন করেন। ক্যামেরা লেন্স আধুনিক প্রযুক্তি সেই সাথে ব্যয়বহুল সেটে চলছে ছবির ধুমধুমার নাচ। মাত্র একটি গানেই ৫০ লাখ টাকা খরচসহ পুরো নির্মাণ ব্যয় সাড়ে চার কোটি ছাড়াবে বলে জানিয়েছেন ছবির নির্মাণ সংশ্লিষ্টরা। বাংলাদেশের ইতিহাসে ব্যয়বহুল এবং ঝকঝকে একটি চলচ্চিত্র বাংলাদেশের মানুষ সাদরে গ্রহণ করবে বলে বিশ্বাস তাদের।

গত ২ মার্চ থেকে শুরু হয় সবচেয়ে ব্যয়বহুল গানের এই শুটিং। ব্যাকগ্রাউন্ডে লাল সাদা মধ্যে আলোর ঝলকানিতে গান ‘তোকে দেখে প্রেম জেগেছে’। কালো আর রুপালি ড্রেসের দারুণ সংমিশ্রনে সেটে ঝড় তোলেন কলকাতার নায়িকা রুপসা।

গানের কথাগুলো একের পর এক দৃশ্যায়নে ব্যবহার হচ্ছে ব্যয়বহুল ক্রেন স্টেডি ক্যামেরা এবং ছবির জন্য বিশেষায়িত প্রযুক্তি।

শুটিং চলাকালে শাপলা মিডিয়ার কর্ণধার মোঃ সেলিম খান সেটে আসেন। নাচ এবং গানের সার্বিক চিত্রায়ণ নিজ চোখে দেখেন তিনি।

প্রযোজক, লাইটম্যান, পরিচালক, নির্দেশক, প্রপসম্যান ও সাউন্ড সুইচার এমন অসংখ্য মানুষ কাজ করছেন পেছনে। এই গানের থিম নৃত্য পরিচালনা এবং কোরিওগ্রাফার রোহান এবং বিলাল।

প্রধান সহকারী পরিচালক রাইসুল রনি বলেন, বড় পর্দায় এতো বেশি খরচে সিনেমা বাংলাদেশের ইতিহাসে খুব কমই হয়। শুধু একটি গানের ব্যাকগ্রাউন্ড কুশলী এবং যে পরিমাণ সংরঞ্জাম ব্যবহার করা হয়েছে তা বিরল।

চিত্রনায়ক শান্ত খান বলেন, বাংলাদেশের মধ্যে শাপলা মিডিয়ার ছবি মানেই বিগ বাজেটের ছবি। এই একটি গানের বাজেট ৫০ লাখ টাকা।

এক প্রশ্নের জবাবে ‘২০/২৫ লাখ টাকায় কি কোনো সিনেমা হয়’- এমন প্রশ্নও রাখেন তিনি।

শাপলা মিডিয়া প্রযোজিত আরেকটি চলচ্চিত্র টুঙ্গিপাড়ার মিয়াভাই প্রেক্ষাগৃহে চলতি মাসে মুক্তি পাওয়া নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন শান্ত খান।

শাহীন সুমনের পরিচালনায় আধুনিক সব প্রযুক্তি, কাহিনী এবং ব্যয়বহুল ছবি গ্যাংস্টার নির্মাণ শুরু হয় চলতি বছরে। ইনডোরে একটি এবং আউটডোরে ৩টি গানের দৃশ্যায়ন হবে।

ভয়েসটিভি/এএস

You may also like