Home বিনোদন চলচ্চিত্রের দুর্দিনে শত সিনেমা নিয়ে আসছে শাপলা মিডিয়া

চলচ্চিত্রের দুর্দিনে শত সিনেমা নিয়ে আসছে শাপলা মিডিয়া

by Shohag Ferdaus
সিনেমা

গত এক দশকে দেশে ভালো মানের চলচ্চিত্র তৈরি হয়েছে হাতে গোনা কয়েকটি। চলচ্চিত্র নির্মাণ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় দেশের সম্ভাবনাময় এ ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে। বন্ধ হয়ে গেছে দেশের প্রাচীন অনেক সিনেমা হল। তবে চলচ্চিত্র অঙ্গনের মন্দা কাটিয়ে এই ইন্ডাস্ট্রিকে সম্ভাবনাময় করে তুলতে একসঙ্গে ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে দেশের অন্যতম শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। এর মধ্যে ১০টি চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হবে আজ। মহরত অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় বিএফডিসির জসিম ফ্লোরে আনুষ্ঠানিকভাবে ১০টি নতুন সিনেমার মহরত অনুষ্ঠিত হবে।

১০০ সিনেমার সমন্বয়ক হিসেবে যুক্ত রয়েছেন চলচ্চিত্র নির্মাতা শাহীন সুমন ও অপূর্ব রানা। এ প্রসঙ্গে শাহীন সুমন বলেন, ‘এই ১০০ সিনেমা নির্মাণ করবেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্মাতারা। আমরা মনে করি, পরিচালক সমিতির সকল নির্মাতাই দক্ষ। তাই এগুলো নির্ধারণ করা হবে লটারির মাধ্যমে। এরমধ্যে ১০টি সিনেমার গল্প, পরিচালক ও শিল্পী সব প্রস্তুত আছে। চলতি মাস থেকেই এগুলোর শুটিং শুরু হবে। টানা লট ধরে ১০টি করে সিনেমার কাজ চলবে। শুটিং শেষে এগুলো সেন্সরে যাবে। ছাড়পত্র পাওয়ার পর প্রেক্ষাগৃহ, ইউটিউব ও টেলিভিশনে মুক্তি পাবে।’

চলচ্চিত্র নির্মাতা অপূর্ব রানা বলেন, ‘অনেক সময় দেখি শুধু মহরতেই সব সীমাবদ্ধ, সিনেমার শুটিং আর হয় না। তবে এই সিনেমার শুটিং শেষ হবে। আমরা একসঙ্গে দীর্ঘ মেয়াদের কাজ শুরু করেছি। একই সঙ্গে ২০টি ক্যামেরায় কাজ চলবে। এরই মধ্যে কক্সবাজারে চার মাসের জন্য শুটিংয়ের প্রস্তুতি নেয়া হয়েছে। একসঙ্গে এতগুলো সিনেমার কাজ করলে স্বাভাবিক কারণে শুটিংয়ের খরচ কম হবে।’

প্রথম ১০ সিনেমায় নায়িকাদের মধ্যে আছেন, আঁচল, বিপাশা কবির, মিষ্টি জান্নাত, আফ্রি, তানহা তাসনিয়াসহ আরও কয়েকজন।

নায়কের তালিকায় রয়েছেন নিরব, ইমন, সাইফ খান, সুমিত সেনগুপ্ত, শিপন মিত্র, সাঞ্জু জন, জয় চৌধুরী, কায়েস আরজু ও আমান রেজা।

ভয়েস টিভি/এসএফ

You may also like