Home বিনোদন শাপলা মিডিয়ার ‘চোখ’ এ নিরব-বুবলি জুটি

শাপলা মিডিয়ার ‘চোখ’ এ নিরব-বুবলি জুটি

by Newsroom
শাপলা

দীর্ঘ বিরতির পর শাপলা মিডিয়ার সিনেমায় শুটিংয়ের মধ্য দিয়ে আবারও রঙিন পর্দায় হাজির হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি । ক্যরিয়ারের শুরুতে ছিলেন সংবাদ পাঠিকা। হয়েছেন নায়িকা। ক্যরিয়ার শুরু হয় বসগিরি সিনেমার মাধ্যমে।

সিনেমায় অভিষেকের পর আর পিছনে ফিরতে হয়নি এই নায়িকাকে। ২০১৬ থেকে ২০২০ এই সময়ে সুপার হিরো খ্যাত সাকিব খানের সঙ্গে ১০ ছবিতে জুটি বদ্ধ হয়ে অভিনয় করেন। গত বছরের ফেব্রয়ারির পরে আর অভিনয়ে দেখা যায়নি বুবলীকে।

এবার অবশ্য চিত্রনায়ক নিরবের বিপরীতে ‘চোখ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। শাপলা মিডিয়ার প্রযোজনায় শুরু হয়েছে `চোখ‘ সিনেমার শুটিং।

সিনেমাটির পরিচালক আসিফ ইকবাল জুয়েল। অসখ্য নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সফল নির্মাতা এবার চলচ্চিত্র পরিচালনায় নেমেছেন। তিনি জানিয়েছেন, নতুন ধারার গল্পে হচ্ছে সিনেমাটি। হরর, থ্রিলার ও করপোরেট লুকে চোখ নির্মিত হবে। গতানুগতিক ধারার বাহিরে কিছু করার চেষ্টা করছি। আশা করছি সফল হবো।

চোখ সিনেমায় বুবলী, নীবর, রোশানসহ অনেকই অভিনয় করছেন। নারায়ণগঞ্জে চলছে সিনেমার শুটিং।

আরও পড়ুন : শাপলা মিডিয়ার ১০ সিনেমায় অভিনয় করবে দেব

ভয়েস টিভি/এমএইচ

You may also like