Home শিক্ষাঙ্গন গভীর রাতে ভিসির বাসা ঘেরাও করে ছাত্রীদের বিক্ষোভ

গভীর রাতে ভিসির বাসা ঘেরাও করে ছাত্রীদের বিক্ষোভ

by Newsroom
শাবিপ্রবি

দুই দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ছাত্রীরা উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন। দাবিগুলোর মধ্যে হলো প্রভোস্টের পদত্যাগ এবং প্রকশ্যে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া।

১৪ জানুয়ারি বৃহস্পতিবার রাত সোয়া ১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বৃহস্পতিবার রাত ৯টায় হলের ছাত্রীরা পানি, ওয়াইফাই, খাবার, সিট সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে নিজেদের মধ্যে একটি মিটিং করেন। মিটিং চলাকালীন তারা হলের প্রভোস্টকে এসব সমস্যা সমাধান করার জন্য তাদের মিটিংয়ে আসার অনুরোধ করেন। তবে হল প্রভোস্ট আসতে অপারগতা প্রকাশ করেন।

পরবর্তীতে ছাত্রীরা হল গেইট থেকে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ মিছিলসহ এসে অবস্থান করছেন।

অভিযোগের বিষয়ে হল প্রভোস্ট জাফরিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘এত রাতে হল প্রভোস্টরা আসতে পারছেন না। আমরা তাদের (শিক্ষার্থীদের) বলেছি তারা যেন হলে ফিরে যায়। আমরা সমস্যাগুলো নিয়ে তাদের সঙ্গে বসবো।’

ভয়েস টিভি/ডি

You may also like