Home সারাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীর চুল কেটে শারীরিক নির্যাতন

ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীর চুল কেটে শারীরিক নির্যাতন

by Shohag Ferdaus
শারীরিক

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী এক নারীকে চুল কেটে মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার ওই নারী উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের বাসিন্দা।

২৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ওই নারী বাদী হয়ে ধোবাউড়া থানায় ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ২৪ অক্টোবর শনিবার মামলাটি নথিভুক্ত করা হয়। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে এই মহিলাকে শারীরিক নির্যাতন করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী নিরঞ্জন আজীমের (৫০) সঙ্গে ওই নারীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নিরঞ্জন আজীম, নবাব চিরান, টুনটুন চিরান, কালাই চিরান, বন্ধনা চিরান, সুলেখাসহ প্রায় ১৫ জনকে সঙ্গে নিয়ে তাকে ধাওয়া করে। তিনি ভয়ে ঘরে ডুকে দরজা বন্ধ করে দেন। পরে তারা দরজা ভেঙে তাকে মারধর করেন। একপর্যায়ে তার চুলও কেটে দেয় হয়। এছাড়া ঘরে থাকা মালামাল লুটপাট ও ভাঙচুর করা হয় বলেও মামলার এজহারে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে ধোবাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া আহত ওই নারীকে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি। থানায় অভিযোগটি আমলে নিয়ে নথিভুক্ত করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like