Home সারাদেশ অন্তঃসত্ত্বার ঝুলন্ত মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি

অন্তঃসত্ত্বার ঝুলন্ত মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি

by Shohag Ferdaus
মরদেহ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে বসতঘর থেকে ৩ মাসের অন্তঃসত্ত্বা জান্নাতুল ফেরদৌসী মানসুরা (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার পোড়াবাড়িয়া গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জান্নাতুল ফেরদৌসী মানসুরা উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের সেলিম শেখের স্ত্রী। মানসুরা এক সন্তানের জননী ও তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, বুধবার রাতে খাবার খেয়ে স্বামী-সন্তান নিয়ে নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন মানসুরা। সকালে বাড়ির লোকজন কক্ষের ভেতর ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন জানান, ওই গৃহবধূর গলায় দাগের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী-শাশুড়ি পালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ভয়েস টিভি/এসএফ

You may also like