Home খেলার খবর ব্যাটে-বলে বাংলাদেশের শাসন

ব্যাটে-বলে বাংলাদেশের শাসন

by Shohag Ferdaus
শাসন

দিনের শেষ বলে দেয়াল হয়ে থাকা ক্রেইগ ব্রাথওয়েটকে আউটের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু মোস্তাফিজুর রহমানের করা বলটি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের ব্যাট ছুঁয়ে চলে যায় স্লিপে দাঁড়ানো দুই ফিল্ডারের মাঝখান দিয়ে।

দ্বিতীয় দিনের পর্দা নামলো বাউন্ডারিতে। তার আগে শুরুতে ধাক্কা খেলেও ব্যাটে-বলে শাসন করেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের অভিষেক টেস্ট সেঞ্চুরিতে ৪৩০ রান করে স্বাগতিকরা।

এরপর নিজেদের প্রথম ইনিংসের শুরুতেই উইন্ডিজ শিবিরে জোড়া আঘাত হানেন মোস্তাফিজ। ওপেনার জন ক্যাম্পবেল (৩) ও শেন মোসলেকে (২) এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে সাজঘরে ফেরান ‘কাটার মাস্টার’।

তবে দিন শেষ করার আগে ওপেনার ব্রাথওয়েট (৪৯) ও এনক্রুমাহ বোনারের (১৭) রানে ভরে করে ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৫ রান করেছে সফরকারীরা। উইন্ডিজ এখনও ৩৫৫ রান পিছিয়ে আছে বাংলাদেশের চেয়ে।

ভয়েস টিভি/এসএফ

You may also like