Home শিক্ষাঙ্গন ঢাবির ৯ শিক্ষার্থী বহিষ্কার, ৩ শিক্ষকের শাস্তি

ঢাবির ৯ শিক্ষার্থী বহিষ্কার, ৩ শিক্ষকের শাস্তি

by Shohag Ferdaus
আত্মহত্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল জালিয়াতির সঙ্গে জড়িত থাকায় ৭ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া আরও দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সুপারিশ করা হয়েছে।

এদিকে পরীক্ষার খাতায় অসঙ্গতিপূর্ণ নম্বর দেয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের তিন শিক্ষককে শাস্তির সুপারিশ করা হয়েছে।

শাস্তি পাওয়া তিন শিক্ষক হলেন- অধ্যাপক ড. এএসএম আতিকুর রহমান, অধ্যাপক ড. গোলাম আজম ও সহকারী অধ্যাপক মাইনউদ্দীন মোল্লা।

১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জ আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে শৃঙ্খলা পরিষদ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী বলেন, ডিজিটাল জালিয়াতি ও অবৈধপন্থা অবলম্বন করে ভর্তি হওয়ায় শৃঙ্খলা পরিষদ সভায় সাত শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। একইসঙ্গে আরও দুইজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে তাদেরও কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের ১৪৭ জন শিক্ষার্থীকে অসদুপায়ে ভর্তি হওয়ায় বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে বলেও জানান ঢাবি প্রক্টর।

এদিকে পরীক্ষায় অসঙ্গতিপূর্ণ নম্বর দেয়ার কারণে তিন বছর পরীক্ষা সংক্রান্ত কাজ থেকে ওই তিন শিক্ষককে অব্যাহতি দেয় শৃঙ্খলা পরিষদ।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আতিকুর রহমান বলেন, আমার বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ নেই। আমি জানি না।

অধ্যাপক ড. গোলাম আজম বলেন, আমি জ্যেষ্ঠতার ভিত্তিতে পরিচালক হতাম। কিন্তু আমাকে দেওয়া হয়নি। যে কারণে আদালতে মামলা করি। এ কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ব্যবস্থা নেয়া হচ্ছে। আমাকে লিখিতভাবে কোনোকিছুই অবহিত করা হয়নি। তবে মৌখিক অভিযোগ ছিল।

শৃঙ্খলা পরিষদের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, পরীক্ষা সংক্রান্ত অভিযোগের কারণে তিন শিক্ষককে তিন বছরের জন্য অব্যাহতি দেয়া হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, তিন শিক্ষককে পরীক্ষা সংক্রান্ত কাজ থেকে অব্যাহতি দেয়ার জন্য সুপারিশ করেছে শৃঙ্খলা পরিষদ। যা সিন্ডিকেট সভায় চূড়ান্ত হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like