রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০ লাখ টাকার সোনাসহ সৌদি আরব থেকে আসা খোরশেদ আলম নামে এক যাত্রীকে আটক কর হয়েছে। ১৩ সেপ্টেম্বর রোববার বিকালে শুল্ক কর্তৃপক্ষ তাকে আটক করে।
আটক যাত্রীর কাছ থেকে প্রায় এক কেজি ওজনের একটি গোল্ড প্লেট পাওয়া যায়। এর দাম প্রায় ৬০ লাখ টাকা।
এ তথ্য নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সোলাইমান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টমস হাউসের বি শিফট কর্মকর্তা ও প্রিভেন্টিভ টিমের সদস্যরা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকেন।
গ্রিন চ্যানেলে বিকাল সাড়ে ৩টায় জেদ্দা থেকে আসা সৌদি এয়ারলাইনসের যাত্রী খোরশেদ আলমকে তল্লাশি করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যান করলে বিশেষ কৌশলে লুকানো একটি গোল্ড প্লেট পাওয়া যায়। এর ওজন এক কেজি এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।
ঢাকা কাস্টমস হাউসের এই কর্মকর্তা আরও বলেন, আটক সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং আটক যাত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
ভয়েসটিভি/এএস