Home অপরাধ শাহবাগে ৩৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

শাহবাগে ৩৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

by Amir Shohel

মাদক পরিবহন ও ব্যবসায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মো. সেলিম শিকদার ওরফে ঠুলি সেলিম (৩৫)।

১৪ ফেব্রুয়ারি রোববার দুপুরে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। এ সময় তার কাছ থেকে ৩৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফউল্লাহ জানান, রোববার দুপুর ২টা ২০ মিনিটের দিকে শাহবাগ থানার এশিয়াটিক সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, সে কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানী ও সংলগ্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করত।

এ ঘটনায় তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে।

ভয়েসটিভি/এএস

You may also like