Home সারাদেশ বন্যায় ক্ষতিগ্রস্ত শাহবাজপুর পর্যটন কেন্দ্র

বন্যায় ক্ষতিগ্রস্ত শাহবাজপুর পর্যটন কেন্দ্র

by Shohag Ferdaus
পর্যটন কেন্দ্র

দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ভোলার বিনোদন স্পট শাহবাজপুর পর্যটন কেন্দ্র। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। জলোচ্ছ্বাস ও ঝড়ে ভেঙে গেছে সীমানা প্রাচীর, ৫টি কুড়ে ঘর, মাটির টিলা ও পার্কের বেশিরভাগ রাস্তা। পানিতে ভেসে গেছে দেশি-বিদেশি বিভিন্ন জাতের অন্তত ৫০টি মুরগি।

একদিকে করোনা ভাইরাসের কারণে পর্যটকদের আগমন কম অন্যদিকে দুর্যোগে পার্কের ক্ষতি হওয়ায় লোকসানের মুখে পড়েছে পার্ক কর্তৃপক্ষ।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ভোলার বিনোদন প্রিয় মানুষের অন্যতম একটি স্পট তুলাতলীর শাহবাজপুর পর্যটন কেন্দ। কিন্তু বন্যায় পর্যটন কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পার্কটির বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে। এতে বিড়ম্বনার মধ্যে পড়ছেন ঘুরতে আসা দর্শনার্থীরা।

২০১৪ সালে ১৩ একর জমির ওপর পার্কটি স্থাপন করা হয়। এরপর থেকে দর্শনীয় স্থান হিসাবে পরিচিতি লাভ করে পার্কটি।

ভয়েস টিভি/এসএফ 

You may also like