Home সারাদেশ নীলফামারীতে শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন

নীলফামারীতে শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন

by Newsroom
শিক্ষানবিশ

আপিল বিভাগের রায় বাস্তবায়ন এবং লিখিত পরীক্ষা মওকুফ করে মৌখিক পরীক্ষার মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকা ভুক্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন হয়েছে। ১৫ নভেম্বর রোববার বিকেলে নীলফামারী জেলা জজ আদালতের সামনের এই মানববন্ধনের আয়োজন করে সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী সংগ্রাম পরিষদ।

মানববন্ধন কর্মসুচিতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক শাহিনুর হোসেন সাহান। এতে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক শাহিনুর আলম, নান্নু রহমান প্রমূখ।
একাত্মতা ঘোষনা করে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি আজাহারুল ইসলাম।

বক্তারা বলেন, বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকা ভ‚ক্তি হওয়ার জন্য ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ হলেও অদ্যাবধি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পরীক্ষাজট নিরসন না হওয়ায় গভীর সংকটে মূখে পড়েছেন দেশের শিক্ষানবিশ আইনজীবীরা।

লিখিত পরীক্ষা মওকুফ করে প্রিলিমিনারী পরীক্ষায় উর্ত্তীনদের মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই পূর্বক আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলে তালিকা ভ‚ক্তির দাবি জানান তারা।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like