Home শিক্ষাঙ্গন ‘সরকার এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা ভাবছে না’

‘সরকার এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা ভাবছে না’

by Shohag Ferdaus
দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকার এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা ভাবছে না। ১৮ নভেম্বর বুধবার রাতে জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

হেয়ার রোডে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো এবং ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ টোমো হোযুমি।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ব্যাপারে সরকারের মনোভাব জানতে চান মিয়া সেপ্পো।

শিক্ষামন্ত্রী তাকে বলেন, বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে শারীরিক দূরত্ব বজায় রাখা খুব কঠিন কাজ। শিশুদের সঙ্গে অভিভাবকদেরও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়। সে ক্ষেত্রে সংক্রমণ বেড়ে যেতে পারে। যদিও শিশুদের কোভিডের ঝুঁকি কম তবু তারা নীরব বাহক হতে পারে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এ পরিস্থিতিতে অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠাতে চাইছেন না। তাই সরকার বিকল্প পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করছে।

আন্তর্জাতিক সংস্থা দুটির প্রতিনিধিদের শিক্ষামন্ত্রী বলেন, মহামারীর কারণে আমাদের শিক্ষা খাতে নানা ঝুঁকি তৈরি হয়েছে। দীর্ঘ সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কিছু শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা রয়েছে। বাল্যবিবাহ ও শিশুশ্রম বাড়তে পারে। দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের শিশুরা সাইকোলজিক্যাল বিভিন্ন সমস্যায় ভুগছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like