Home সারাদেশ শিক্ষাবৃত্তি পেল হাওরাঞ্চলের শিশু শিক্ষার্থীরা

শিক্ষাবৃত্তি পেল হাওরাঞ্চলের শিশু শিক্ষার্থীরা

by Shohag Ferdaus
শিক্ষাবৃত্তি

শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ পেল নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাওরাঞ্চলের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশু শিক্ষার্থীরা। ১৯ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলার মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘শ্রী বীরেন্দ্র কিশোর শিক্ষা ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এসব শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী বীরেন্দ্র কিশোর মজুমদার। এতে বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লেখক আবু বকর সিদ্দিক, হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন কমিটির সভাপতি ইকবাল হোসেন, সাংবাদিক লাভলু পাল চৌধুরী, শিক্ষক সুস্থির সরকার, দিলাল মিয়া, হাফিজ উদ্দিন প্রণব বিশ্বাস, ফাউন্ডেশনের সভাপতি বিপ্লব মজুমদার, সদস্য সচিব কৌশিক তালুকদার।

এ বিষয়ে শ্রী বীরেন্দ্র কিশোর শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি বিপ্লব মজুমদার বলেন, ২০১৯ সাল থেকে মল্লিকপুর গ্রামে স্থাপিত ফাউন্ডেশন হাওরপাড়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান করে আসছে। এ বছর ৭৪ জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ, শিক্ষা উপকরণ দেয়া হয়েছে।

হাওরাঞ্চলে থাকা জমির আবাদ থেকে আসা আয়ের অর্থ দিয়ে ফাউন্ডেশনটির কার্যক্রম চালানো হয় জানিয়ে তিনি বলেন, হাওরাঞ্চলের পিছিয়ে পড়া ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ প্রদান ছাড়াও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, অসহায় পরিবারকে চিকিৎসা সাহায়তা, গ্রাম উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ ও খেলাধুলাসহ মানবতার কল্যাণে এই ফাউন্ডেশন কাজ করছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like