Home শিক্ষাঙ্গন শিক্ষার্থীদের অটো পাস নিয়ে এখনই ঘোষণা নয়

শিক্ষার্থীদের অটো পাস নিয়ে এখনই ঘোষণা নয়

by Newsroom
শিক্ষার্থীদের

প্রাথমিকের শিক্ষার্থীদের এবার মূল্যায়ন ছাড়াই পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন।

৬ সেপ্টেম্বর রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি। তবে এ বিষয়ে এখনই চূড়ান্ত ঘোষণা দেয়ার পক্ষপাতী নন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেন, চলমান মহামারি করোনার কারণে যদি নভেম্বর মাসেও প্রাথমিক বিদ্যালয় না খোলে, তাহলে শিক্ষার্থীদের এবার মূল্যায়ন ছাড়াই পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হবে। অক্টোবর বা নভেম্বরে যদি স্কুল খোলা যায়, তাহলে আলাদা দুটি পরিকল্পনা করা আছে।

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রাথমিক শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানান তিনি।

এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, অটো পাসের খবর শুনে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে সরে আসতে পারে। তাই এখনই কোনো ঘোষণা আমরা দেবো না।

ভয়েস টিভি/টিআর

You may also like