Home সারাদেশ শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার

শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার

by Newsroom

ময়মনসিংহের ভালুকায় ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ১১ অক্টোবর রোববার দুপুরে উপজেলার জামিরদিয়া এলাকা থেকে এটি উদ্ধার করে পুলিশ।

নিহত রব্বানী উপজেলার কাপাসিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে আইনুল উলুম দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার জামিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি মোহাম্মদ ক্বারী ওই বিদ্যালয়ের পিছনে একটি গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধার করে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, নিহত রব্বানী কাপাসিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি বলে জানান তিনি।

ভয়েস টিভি/ এমএইচ

You may also like