3
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পানিতে ডুবে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাত ১টার দিকে কনিয়া বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে আরিচা স্থল কাম নদী বন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত নূরুল ইসলাম রিমন পাঁচ কনিয়া এলাকার আব্দুল রহমানের ছেলে।
নদী বন্দর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মজিবর রহমান বলেন, নিখোঁজ ওই যুবক ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালেয় ছাত্র। সে গ্রামে ছুটি কাটাতে এসেছিলেন। সন্ধ্যার দিকে একটি শাখা নদীর ব্রিজের উপর বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেলেন। হঠাত করে পা পিচলে পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে আমাদের ডুবুরি দল মধ্যরাতে নিখোঁজ ওই ছাত্রের মরদেহটি উদ্ধার করে।
ভয়েস টিভি/এমএইচ